Monday, November 10, 2025

চতুর্থীতে নবনীড়ে পুজো উদ্বোধনে গিয়ে মাতৃস্মরণ মমতার

Date:

প্রতিবারের মত এবারেও পুজোর আগে নবনীড় বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানের আবাসিকদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য বেশকিছু উপহারও নিয়ে গিয়েছিলেন তিনি। ইন্দ্রনীল সেন সেখানে গান পরিবেশন করেন। অন্যদিকে স্বাস্থ্যের খোঁজ নিয়ে, গল্প করে বৃদ্ধাদের মন ছুঁয়ে গেছেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধা আবাসিকদের দেখে নিজের প্রয়াত মায়ের স্মৃতিতে ডুব দিলেন। বললেন, আপনাদের মধ্যে দিয়ে আমি আমার মাকে খুঁজে পাই। মাকে বাদ দিয়ে সংসার চলে না।মুখ্যমন্ত্রী আসতেই তাঁকে আবাসিকরা শাঁখ বাজিয়ে স্বাগত জানান। পালটা মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান পরিবেশন করেন ইন্দ্রনীল সেন। এবারেও নিজের লেখা নতুন গানের দু কলি গেয়ে শোনান মুখ্যমন্ত্রী। ২০২১ সাল থেকে এই বৃদ্ধাশ্রমে পুজোর উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

অপরদিকে, এদিন সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েও মায়ের কথা রোমন্থন করেন তিনি। জানান, তাঁর মা যখন বেঁচে ছিলেন তখন রোজ মাকে প্রণাম করে বেরোতেন তিনি। তবে এখন মায়ের ছবিতে প্রণাম করে বেরোন। কিন্তু পাড়ায় তার মায়ের সমসাময়িক যে বৃদ্ধারা রয়েছেন তারা এখনো মুখ্যমন্ত্রী যখন বাড়ি থেকে বের হন তখন দরজায় দাঁড়িয়ে থাকেন। প্রসঙ্গত, এবারে সুরুচি সংঘের থিম ‘পুরোনো সেই দিনের কথা’। রবীন্দ্রনাথের এই বিখ্যাত গানেই লুকিয়ে রয়েছে পুজোর আমেজ। তাল মিলিয়ে এবারের থিম সং যেন রচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই গানটিতে সুর করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। গানটি গেয়েছেন মহালক্ষ্মী আইয়ার।

আরও পড়ুন- ধ্রুপদী ভাষার তকমা মেলার পরই স্কুলে বাংলা পড়ানো নিয়ে উদ্যোগ রাজ্যের

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version