Saturday, November 8, 2025

বীরভূমের কয়লাখনি বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা আর্থিক সাহায্য-চাকরি ঘোষণা

Date:

Share post:

বীরভূমের গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষের ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য। সোমবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth) জানান, মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।খয়রাশোলের গঙ্গারামচক কয়লাখনিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা পিডিসিএলের লিজ নেওয়া। এদিন সকালে গঙ্গারামচক কয়লাখনি (Coal Mine) থেকে কয়লা তোলার জন্য বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু ভিতরে শ্রমিকরা থাকায়, সেখানেই চাপা পড়ে যান তাঁরা। ৫ জনের দেহ উদ্ধার হয়। পরে আরও দেহ উদ্ধার করা হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ (Police) বাহিনী মোতায়েন করা হয়েছে।এদিন বিকেলে মুখ্যসচিব সাংবাদিক বৈঠক করে জানান, গঙ্গারামচক মাইন লিমিটেডের গাড়িতে বিস্ফোরণ হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬টি  দেহ পাওয়া গিয়েছে। তিনজন গুরুতর আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক, তাঁর অপারেশন করা হয়েছে। বাকি ‌দু’‌‌জন আপাতত বিপদমুক্ত তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকপুর থানার পুলিশ দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পৌঁছে যায়। স্থানীয় প্রশাসন রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকরা পৌঁছোন।

মনোজ পন্থ (Manoj Panth) জানান,  রাজ্য সরকারের তরফ থেকে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানানো ছাড়াও, আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিবের কথায়, মৃত্যুর ক্ষতিপূরণ টাকা দিয়ে কখনওই সম্ভব নয়। তবুও বিপদের সময়ে পরিবারগুলির পাশে থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন নিগমের তরফে প্রত্যেক মৃতের পরিবারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ২ লক্ষা টাকা করেও দেওয়া হবে। পাশাপাশি পরিবারগুলির একজন করে হোমগার্ডের চাকরিও পাবেন।







spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...