Sunday, August 24, 2025

ধোপে টিকল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)-র আনা অভিযোগ। আর্থিক বেনিয়মের মামলায় জামিন মঞ্জুর হল লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ও তাঁর দুই ছেলের। মূলত জমির বিনিময়ে রেলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি (RJD) নেতা লালু প্রসাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে। তবে সমন দিয়ে ডেকে পাঠালেও জামিন মঞ্জুর হল তিনজনের।

সোমবার মাথাপিছু ১ লক্ষ টাকার বন্ডে আরজেডি (RJD) নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু ও তাঁর দুই ছেলের জামিন মঞ্জুর করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। জমি ও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় এই জামিন দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, তদন্ত চলাকালীন তাঁদের গ্রেফতার করা যাবে না। পাসপোর্ট (passport) জমা রাখতে হবে। তদন্তে সহায়তা করতে হবে এবং কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না।

লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন জমি ও টাকার বিনিময়ে বিহারের বহু যুবককে রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয় বলে অভিযোগ। লালু-তেজস্বীর ছাড়াও এই ঘটনায় অভিযোগ ওঠে লালুর স্ত্রী রাবড়ী দেবী এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধেও। ঘটনার তদন্তে নামে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, চাকরির বিনিময়ে একাধিক যুবকের থেকে জমি নেওয়া হয়েছিল। সেই জমি তাঁরা লালুর পরিবারের সদস্য এবং ‘একে ইনফোসিস্টেমস’ সংস্থার নামে করেছিলেন। এরপর ২০২৩ সালের জুলাই মাসে সিবিআই আগেই চার্জশিট দিয়েছিল লালু, রাবড়ী এবং তেজস্বীর বিরুদ্ধে। ইডি (ED) প্রমাণ হিসাবে ৯৬টি নথির ভিত্তিতে ৬ অগাস্ট ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট (chargesheet) দাখিল করে। এই মামলাতেই ৭ অক্টোবর জামিন (bail) পেল লালুর পরিবার।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version