Friday, August 22, 2025

দশ দফা দাবি নিয়ে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আমরণ অনশনে (Doctor’s hunger strike) বসেছেন ছয় জুনিয়র চিকিৎসকরা। কিন্তু প্রথম দিন থেকে আর জি করের আন্দোলনরত প্রতিবাদী ডাক্তাররা না থাকায় সমালোচনা হয়। শেষমেষ বিতর্ক এড়াতে ট্রেনি চিকিৎসক অনিকেত মাহাতো (Aniket Mahato) রবিবার থেকে ধর্নায় বসেছেন। এবারে যোগ দিলেন কয়েকজন সিনিয়র ডাক্তার। যদিও তাঁদের অনশন মাত্র ২৪ ঘণ্টার জন্য।

সোমবার সকাল থেকে একদিনের প্রতীকী অনশনে বসেছেন প্রায় জনা দশেক সিনিয়র ডাক্তার চিকিৎসক। জুনিয়রদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিতেই এই প্রতীকী অনশন বলে জানা যাচ্ছে। আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর পর থেকে দফায় দফায় আন্দোলন করে চলেছেন হবু ডাক্তারবাবুরা। কখনও পাঁচ দফা কখনও সাত দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার পর এবার দশ দফা দাবি নিয়ে রাজ্য সরকারকে (Government of West Bengal) ‘থ্রেট’ দিয়ে শুক্রবার থেকে ধর্মতলায় আন্দোলন শুরু করে WBJDF। শনিবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হয় আমরণ অনশন। আজ সোমবার অনশনের তৃতীয় দিন। সরকারি হাসপাতালের (Government Hospital) দুই সিনিয়র ডাক্তার এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালের কয়েকজন চিকিৎসক ব্যক্তিগতভাবে রবিবার ১২ ঘণ্টার অনশনে বসে ছিলেন। সঙ্গে ছিলেন নাগরিক মঞ্চের এক প্রতিনিধিও। বর্তমানে সাত জন জুনিয়র ডাক্তার আমরণ অনশন চালাচ্ছেন ধর্মতলায়। রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের পিডিটি অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা, ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা, এসএসকেএমের পিডিটি অর্ণব মুখোপাধ্যায়, এনআরএসের পিজিটি পুলস্ত্য আচার্য, কেপিসি হাসপাতালের প্যাথোলজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরা এবং আরজি করের অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি তৃতীয় বর্ষের পড়ুয়া অনিকেত মাহাতো। এনাদের সঙ্গে সামিল হয়েছেন সিনিয়ররাও।

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version