দল ফিরেই বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে দাপট, সাফল্যের রহস্য ফাঁস বরুণ চক্রবর্তীর

বরুণ বলেন, “ আমি আগে সাইড স্পিন করতাম। কিন্তু এখন তা বদলেছি। এখন আমি ওভার স্পিন করি।

গতকাল বাংলাদেশকে প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটে হারায় ভারতীয় দল। সৌজন্যে অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীর । দু’জনেই নেন তিনটি করে উইকেট। এই জয়ের সৌজন্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল। তিন বছর পর ফের জাতীয় দলের দরজা খুলেছে বরুণ চক্রবর্তীর। আর ম্যাচে ফিরেই প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন তিনি। দলে ফিরেই নিজেই পারফরম্যান্সে উচ্ছ্বসিত বরুণ। ম্যাচ শেষে নিজেই জানালেন সাফল্যের রহস্য।

বরুণ বলেন, “ আমি আগে সাইড স্পিন করতাম। কিন্তু এখন তা বদলেছি। এখন আমি ওভার স্পিন করি। আমার বলের ধরন বদলেছে। আমার নিয়ন্ত্রণ এখন আগের থেকে অনেক ভাল। তাই আমার বল খেলতে ব্যাটারের সমস্যা হয়।“ এখেনেই না থেমে বরুণ আরও বলেন, “ দেখে মনে হয় এ আর এমন কী বদল। কিন্তু সেটা করতেই আমার দু’বছরের বেশি সময় লেগেছে। শুরুতে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ও আইপিএলে নতুন ভাবে বল করা অনুশীলন করেছি। এখন রপ্ত হয়ে গিয়েছে।“

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল।

আরও পড়ুন- জয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু ভারতের