ফের গোষ্ঠীদ্বন্দ্ব ডোবাল কংগ্রেসকে (Congress)। কুমারী শৈলজা (Kumari Sailoja) বনাম ভূপেন্দ্র সিং হুডার দীর্ঘদিনের লড়াইয়ের জেরেই হরিয়ানায় কংগ্রেসের ভরাডুবি। আর সেই সুযোগেই ফের সেখানে সরকার গড়ছে বিজেপি। তারপরেও বিজেপি (BJP) যেভাবে জাঠ অধ্যুষিত রাজ্য হরিয়ানায় (Hariyana) পরপর তিন বার ক্ষমতা দখল করল, তা দেখার পরে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই অভিমত, হরিয়ানায় বিজেপিকে জিততে পরোক্ষে সাহায্য করেছে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা নিজে তাঁর আসনটি জিতলেও দলকে ভোট বৈতরণী পার করতে ব্যর্থ হয়েছেন৷ কংগ্রেস সূত্রের দাবি, জাঠ ভোট একত্রিত করতে পারলেই হরিয়ানা বিধানসভা ভোটে জয় পাবে কংগ্রেস, ভূপেন্দ্র সিং হুডার তুলে ধরা এই তত্বের উপরে ভর করে এগোনোর চেষ্টা করেই মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস৷ বিজেপি অজাট ভোট একত্রিত করেছে, একইসঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে জাঠদের মধ্যেও প্রভাব বিস্তার করতে পেরেছে৷ রণদীপ সিং সুরজেওয়ালা, ভুপেন্দ্র সিং হুডা বা কুমারী শৈলজা কেউই কংগ্রেস হাইকমান্ডকে একথা বোঝাতে পারেননি যে হরিয়ানার মত রাজ্যে জোটবদ্ধ হয়ে লড়াই করলে ভালো ফল হতে পারে৷ এই কারণেই আম আদমি পার্টির সঙ্গে জোট প্রস্তাব খারিজ করেছিল কংগ্রেস হাইকমান্ড৷ অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী ও প্রভাবশালী নেতা ধর্মেন্দ্র প্রধান দিনের পর দিন হরিয়ানার মাটি কামড়ে পড়ে থেকে ঘর গুছিয়েছেন৷ আপাত ক্ষুব্ধ প্রভাবশালী বিজেপি নেতা ও রাজ্যের প্রবীণ মন্ত্রী অনিল বিজকেও শেষমেষ মাঠে নামিয়েছেন ধর্মেন্দ্র প্রধান৷ সেই জায়গায় প্রভাবশালী হওয়া সত্বেও ভোটের প্রচারে যোগ দেননি কুমারী শৈলজার মত প্রবীণ কংগ্রেস নেত্রী৷
