ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিন বছর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “১৯৪৭ সালের স্বাধীনতা ভিক্ষা ছিল, ভারত আসল স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে।“ এবার এই মন্তব্যের জেরেই হিমাচলের মান্ডি কেন্দ্রের সাংসদ কঙ্গনাকে নোটিশ (Notice) পাঠিয়েছে আদালত।