৭০ তম জাতীয় পুরস্কার মঞ্চে বাংলার জয়জয়কার! সেরা বাংলা ছবি কাবেরীর অন্তর্ধান

0
1

৭০তম জাতীয় চলচ্চিত্র উৎসবে (National Film Award 2024) বাংলা থেকে একের পর এক চমক। সেরা বাংলা সিনেমার সম্মান পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সিনেমা কাবেরী অন্তর্ধান। পাশাপাশি জাতীয় মঞ্চে মনজয় করেছে বাংলার জিয়াগঞ্জের ছেলে গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। ব্রহ্মাস্ত্র সিনেমার জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছিলেন তিনি। অন্যদিকে জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা রূপটান শিল্পী নির্বাচিত হয়েছেন সোমনাথ কুণ্ড। অভিযাত্রিক ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। আবার অনীক দত্তর এই ছবির ঝুলিতেই গিয়েছে সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার।

বলিউডকে পিছনে ফেলে এবার আঞ্চলিক ছবির জয় হয়েছে আন্তর্জাতিক মঞ্চে। কান্তারা (kantara) ছবির জন্য ঋষভ শেট্টি সম্মানিত হলেন সেরা অভিনেতার সম্মানে। গত বছর আল্লু অর্জুন ছিনিয়ে নিয়েছিলেন এই পুরস্কার। ওদিকে চলতিবার সেরা অভিনেত্রীর পুরস্কারও গেল দক্ষিণে। তিরুচিত্রম্বলাম (Thiruchitrambalam) নামক তামিল ছবির জন্য নিত্যা মেনন এই পুরস্কার পেলেন। গুজরাতি ছবি কচ্ছ এক্সপ্রেসের (Kutch Express) জন্য মানসী পারেখও যৌথভাবে এই সম্মানে সম্মানিত হয়েছেন। পুরস্কার জয়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন মানসী পারেখ (Manasi Parekh)।

এই বছরে মোট ৩২টি ভাষার ৩০৯টি ফিচার ফিল্ম, ১৭টি ভাষার ১৩০টি নন ফিচার ফিল্মের মনোনয়ন জমা পড়ে। এদিকে এই নিয়ে সপ্তমবার জাতীয় পুরস্কার জিতলেন সঙ্গীত পরিচালক এআর রহমান (A. R. Rahman)। পনিনিয়ান সেলভানে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করার জন্য পুরস্কার জিতে নিয়েছেন তিনি। অন্যান্য বিভাগে সেরা পরিচালকের তকমা পেয়েছেন ‘উঁচাই’ (Uunchai) ছবির জন্য সূরজ বরজাতিয়া। সেরা সঙ্গীত পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন প্রীতম (Pritam Chakraborty) তাঁর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজের জন্য।সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে রাহুল ভি চিট্টেলার গুলমোহর ছবিটি।

আঞ্চলিক ক্ষেত্রে সেরা বাংলা ফিচার ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’। এই পুরস্কার পেয়ে পরিচালক কৌশিক গাঙ্গুলি জানিয়েছেন কাবেরী অন্তর্ধান (Kaberi Antardhan) এর সাফল্য টেকনিশিয়ানদের বড় সাফল্য বলে জানিয়েছেন।

আরও পড়ুন- বিজেপির ভরাডুবির বাজারে ভূস্বর্গে ১ আসন বামেদের, খাতা খুলল আপ