Thursday, November 13, 2025

এফআইআরে নাম না থাকা সাংবাদিক গ্রেফতার! গুজরাটে খবর করার শাস্তি?

Date:

জিএসটি দুর্নীতিতে গ্রেফতার দ্য হিন্দু (The Hindu) পত্রিকার সহকারী সম্পাদক পদমর্যাদার সাংবাদিক মহেশ লাঙ্গা। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ (Ahmedabad crime branch) কোটি কোটি টাকার জিএসটি দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করে সাংবাদিককে। যদিও এই মামলায় এফআইআরে আদৌ নাম ছিল না মহেশের। তবে একাংশের সাংবাদিকদের দাবি সম্প্রতি গুজরাটের (Gujarat) হিরের ব্যবসা সংক্রান্ত খবর করার আক্রোশে গ্রেফতার হয়েছেন মহেশ।

আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ আহমেদাবাদ, জুনাগড়, সুরাট সহ কয়েকটি শহরের ১৪টি জায়গায় জিএসটি (GST) সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তল্লাশি চালায়। মহেশের বাসস্থান থেকে নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে গয়না ও জমির কাগজপত্রও বাজেয়াপ্ত করে তদন্তকারীরা।

অভিযোগ গুজরাটের ১৩টি ফার্ম জিএসটি ফাঁকি(GST fraud)  দেওয়ার কাজ করছিল। তার মধ্যে একটি ফার্ম মহেশ লাঙ্গার ভাই মনোজ লাঙ্গারও ছিল। তবে মনোজকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করা হল মহেশকে। যে জমির কাগজ পাওয়া গিয়েছে তা মহেশের স্ত্রীর নামে ছিল। কিন্তু তাঁকেও গ্রেফতার করা হয়নি। এই মামলায় অভিযুক্তদের মধ্যে বিজেপির বিধায়ক ভগবান বরদের পুত্র অজয়ের নামও রয়েছে। তাঁরা কেউই গ্রেফতার হননি।

গ্রেফতারির পরে দ্য হিন্দু (The Hindu) পত্রিকা যদিও জানিয়েছে তাঁদের পত্রিকার কোনও খবর সংক্রান্ত ব্যাপারে গ্রেফতার হননি মহেশ। তা সত্ত্বেও একাংশের সাংবাদিকদের দাবি, মহেশ সম্প্রতি হিরে নিয়ে যে খবর করেছিলেন তার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। রাশিয়া থেকে হিরে আমদানিতে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় গুজরাটের ব্যবসায়ীরা, এই খবর করে বিজেপি সরকারের কোপের মুখে পড়তে পারেন মহেশ লাঙ্গা।

Related articles

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...
Exit mobile version