Wednesday, August 20, 2025

এফআইআরে নাম না থাকা সাংবাদিক গ্রেফতার! গুজরাটে খবর করার শাস্তি?

Date:

জিএসটি দুর্নীতিতে গ্রেফতার দ্য হিন্দু (The Hindu) পত্রিকার সহকারী সম্পাদক পদমর্যাদার সাংবাদিক মহেশ লাঙ্গা। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ (Ahmedabad crime branch) কোটি কোটি টাকার জিএসটি দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করে সাংবাদিককে। যদিও এই মামলায় এফআইআরে আদৌ নাম ছিল না মহেশের। তবে একাংশের সাংবাদিকদের দাবি সম্প্রতি গুজরাটের (Gujarat) হিরের ব্যবসা সংক্রান্ত খবর করার আক্রোশে গ্রেফতার হয়েছেন মহেশ।

আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ আহমেদাবাদ, জুনাগড়, সুরাট সহ কয়েকটি শহরের ১৪টি জায়গায় জিএসটি (GST) সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তল্লাশি চালায়। মহেশের বাসস্থান থেকে নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে গয়না ও জমির কাগজপত্রও বাজেয়াপ্ত করে তদন্তকারীরা।

অভিযোগ গুজরাটের ১৩টি ফার্ম জিএসটি ফাঁকি(GST fraud)  দেওয়ার কাজ করছিল। তার মধ্যে একটি ফার্ম মহেশ লাঙ্গার ভাই মনোজ লাঙ্গারও ছিল। তবে মনোজকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করা হল মহেশকে। যে জমির কাগজ পাওয়া গিয়েছে তা মহেশের স্ত্রীর নামে ছিল। কিন্তু তাঁকেও গ্রেফতার করা হয়নি। এই মামলায় অভিযুক্তদের মধ্যে বিজেপির বিধায়ক ভগবান বরদের পুত্র অজয়ের নামও রয়েছে। তাঁরা কেউই গ্রেফতার হননি।

গ্রেফতারির পরে দ্য হিন্দু (The Hindu) পত্রিকা যদিও জানিয়েছে তাঁদের পত্রিকার কোনও খবর সংক্রান্ত ব্যাপারে গ্রেফতার হননি মহেশ। তা সত্ত্বেও একাংশের সাংবাদিকদের দাবি, মহেশ সম্প্রতি হিরে নিয়ে যে খবর করেছিলেন তার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। রাশিয়া থেকে হিরে আমদানিতে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় গুজরাটের ব্যবসায়ীরা, এই খবর করে বিজেপি সরকারের কোপের মুখে পড়তে পারেন মহেশ লাঙ্গা।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version