Sunday, May 4, 2025

জিএসটি দুর্নীতিতে গ্রেফতার দ্য হিন্দু (The Hindu) পত্রিকার সহকারী সম্পাদক পদমর্যাদার সাংবাদিক মহেশ লাঙ্গা। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ (Ahmedabad crime branch) কোটি কোটি টাকার জিএসটি দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করে সাংবাদিককে। যদিও এই মামলায় এফআইআরে আদৌ নাম ছিল না মহেশের। তবে একাংশের সাংবাদিকদের দাবি সম্প্রতি গুজরাটের (Gujarat) হিরের ব্যবসা সংক্রান্ত খবর করার আক্রোশে গ্রেফতার হয়েছেন মহেশ।

আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ আহমেদাবাদ, জুনাগড়, সুরাট সহ কয়েকটি শহরের ১৪টি জায়গায় জিএসটি (GST) সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তল্লাশি চালায়। মহেশের বাসস্থান থেকে নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে গয়না ও জমির কাগজপত্রও বাজেয়াপ্ত করে তদন্তকারীরা।

অভিযোগ গুজরাটের ১৩টি ফার্ম জিএসটি ফাঁকি(GST fraud)  দেওয়ার কাজ করছিল। তার মধ্যে একটি ফার্ম মহেশ লাঙ্গার ভাই মনোজ লাঙ্গারও ছিল। তবে মনোজকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করা হল মহেশকে। যে জমির কাগজ পাওয়া গিয়েছে তা মহেশের স্ত্রীর নামে ছিল। কিন্তু তাঁকেও গ্রেফতার করা হয়নি। এই মামলায় অভিযুক্তদের মধ্যে বিজেপির বিধায়ক ভগবান বরদের পুত্র অজয়ের নামও রয়েছে। তাঁরা কেউই গ্রেফতার হননি।

গ্রেফতারির পরে দ্য হিন্দু (The Hindu) পত্রিকা যদিও জানিয়েছে তাঁদের পত্রিকার কোনও খবর সংক্রান্ত ব্যাপারে গ্রেফতার হননি মহেশ। তা সত্ত্বেও একাংশের সাংবাদিকদের দাবি, মহেশ সম্প্রতি হিরে নিয়ে যে খবর করেছিলেন তার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। রাশিয়া থেকে হিরে আমদানিতে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় গুজরাটের ব্যবসায়ীরা, এই খবর করে বিজেপি সরকারের কোপের মুখে পড়তে পারেন মহেশ লাঙ্গা।

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version