Sunday, August 24, 2025

অন্দোলনের নামে অশান্তি! চাঁদনিচকে ‘অভয়া পরিক্রমা’ থেকে মহিলা পুলিশদের হেনস্থা

Date:

এদিকে উৎসব মুখ মহানগর। তার মধ্যেই ‘অভয়া পরিক্রমা’র নামে অশান্তি বাধানোর চেষ্টা আন্দোলনকারীদের। বুধবার, ‘অভয়া পরিক্রমা’র কর্মসূচিতে ম্যাটাডর করে দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ঘোরার কথা ছিল। চাঁদনিচকে অনুমতি বিহীন ওই কর্মসূচি আটকালে পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তিতে করেন জুনিয়র ডাক্তারেরা (Junior Doctor)। এমনকী, আন্দোলনকারীদের হেনস্থার শিকার হন মহিলা পুলিশ কর্মীরা। একজন গুরুতর আহত হন।মঙ্গলবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা (Junior Doctor) ‘অভয়া পরিক্রমা’র কর্মসূচি জানান। মিনিডোরে করে আর জি কর ও জয়নগরের নির্যাতিতার ‘প্রতীকী মূর্তি’ নিয়ে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে ঘোরার কথা ছিল তাঁদের। কিন্তু ধর্মতলা থেকে দক্ষিণ কলকাতায় যেতে তাঁরা কেন চাঁদনিচক গিয়েছিলেন তাঁর ব্যাখ্যা মেলেনি। দিনের ব্যস্ত সময়ে ধর্মতলা-চাঁদনিচকের মতো এলাকায় তুমুল যানজটের সৃষ্টি হয়। মহিলা পুলিশকর্মীরা মানববন্ধন করে আন্দোলনকারীদের আটকাতে গেলে তাঁদের হেনস্থা করা হয়। আহত হন এক মহিলা পুলিশ আধিকারিক। পরে মিনিডোরগুলিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে মানববন্ধন করে ধর্মতলার দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা।এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হন হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি শ্রাবন্তী ঘোষ। আন্দোলনকারীরা তাঁর হাত মুচড়ে দিয়েছেন বলে অভিযোগ। তাঁর কথায়, “ভাবতে পারিনি এ ভাবে মারবে!“ পরে তাঁকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।







Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version