Thursday, August 21, 2025

মহাসপ্তমীর রাতে মর্মান্তিক ঘটনা। মুর্শিদাবাদের নবগ্রাম থানার পাঁচগ্রাম-ঘোষপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে মদ্যপ ছেলের (Son) হাতে খুন হলেন মা (Mother)। ঘটনার সময় অভিযুক্তকে বাধা দিতে এলে তার হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও চারজন। বর্তমানে তাঁরা নবগ্রাম হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৃতের পরিবার সূত্র জানা গেছে -আর্থিক অনটনের কারণে পরিবার চালানোর জন্য সম্প্রতি বাণী ঘোষ একটি বেসরকারি ব্যাঙ্ক (Bank) থেকে চড়া সুদে কিছু টাকা ঋণ নিয়েছিলেন। এই নিয়ে তাঁর সাথে ছেলে শুকদেবের প্রায় গন্ডগোল হত। সপ্তমীর রাতে শুকদেব মদ খেয়ে বাড়ি ফিরলে একই বিষয় নিয়ে মায়ের সাথে সে বচসায় জড়িয়ে পড়েন।এরপর অশান্তি চরমে উঠলে ঘরে রাখা কোদাল (Axe) দিয়ে তাঁর মা বাণী ঘোষের মাথায় আঘাত করেন অভিযুক্ত যুবক৷ তখনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাণী ঘোষ৷ সে সময় মহিলার দেওর এবং তাঁর স্ত্রী বাধা দিতে আসেন৷ অভিযোগ, তাঁদের উপরেও হামলা চালান শুকদেব৷ এরপর সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।

ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ (Nabagram Police Station) গ্রামে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুলিশ তরফে জানান হয়েছে মৃত ওই মহিলার নাম বাণী ঘোষ (৫০)। অন্যদিকে মাকে খুনের ঘটনায় অভিযুক্ত ছেলে শুকদেব ঘোষ এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version