Thursday, November 13, 2025

বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজো (Durga Pujo)। আর এই পুজো ঘিরে নানা ধরনের ঘটনা ঘটে প্রতিবছরই। তার মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনাও থাকে। এর আগে প্রতিমার গয়না চুরি বা প্রণামীর বাক্স থেকে নগদ উধাও এর কথা শোনা গেলেও, এক অভিনব অভিযোগ করলেন উল্টোডাঙ্গার করবাগান পুজো কমিটির সদস্যরা। তাঁদের অভিযোগ, এবার না কি তাঁদের মণ্ডপ থেকে চুরি গিয়েছে লক্ষ্মী প্রতিমা (Lakhsmi Idol)!

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করবাগান পুজো কমিটি জানিয়েছে,
“অত্যন্ত দুঃখের সথে জানাচ্ছি করবাগানে প্যানডেল থেকে মা লক্ষ্মীকে কোনো এক দর্শক নিয়ে চলে গেছেন । তাই অনুরোধ করছি মা লক্ষ্মীকে ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্য,,,,,,,,,,,,,”

এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া নেট নাগরিকদের। বেশির ভাগই অত্যন্ত মজা করে কমেন্ট করেছেন। কেউ কেউ কলকাতা পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই অভিযোগের আঙুল তুলেছেন কর্মকর্তাদের দিকে। তাঁদের প্রশ্ন, ভলেন্টিয়ার বা ক্লাবের সদস্যরা কী করছিলেন? লক্ষ্মী প্রতিমা চুরি হয়ে যাওয়ার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারকে মিলিয়েও অনেক মজার কমেন্ট পড়েছে এই পোস্টের নীচে।

কর বাগানের এবারের থিম ‘ভবপ্রীতা’। দেবী দুর্গার পাশে এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নেই। তারা রয়েছে আলাদা ছোট ছোট বাক্সে। সেইখান থেকেই নাকি লক্ষ্মী প্রতিমা উধাও। তবে এখনও প্রতিমা ফিরে পেয়েছে কি না সে বিষয়ে যা কিছুই জানায়নি কর বাগান পুজো কমিটি। অনেকের মতে, ভিড় টানতে এ এক অভিনব প্রচার হতে পারে!

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version