Sunday, August 24, 2025

অনশনমঞ্চে অসুস্থ অনুষ্টুপ, ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজে

Date:

Share post:

কলকাতার অনিকেত মাহাতর উত্তরবঙ্গের অলোক বর্মার পরে ফের অসুস্থ অনশনরত জুনিয়র ডাক্তার (Junior Doctor)। শনিবার রাতে ধর্মতলার অনশন মঞ্চে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় অনুষ্টুপ মুখোপাধ্যায় (Anustup Mukharjee) নামে ওই জুনিয়র ডাক্তারকে। শনিবার সন্ধে থেকেই পেটে যন্ত্রণা তাঁর। তার স্বাস্থ্য পরীক্ষা করে অনশন মঞ্চেই ওষুধ দেওয়া হয়। কিন্তু তাতে তাঁর m যন্ত্রণা কমেনি। রাত ১১টা নাগাদ গ্রিন করিডোর করে কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) ভর্তি করা হয় অনুষ্টুপকে।

তিলোত্তমার বিচারের দাবিটা এখন গৌন। নিজেদের সুবিধা মতো ১০ দফা দাবি নিয়ে গত ৫ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের মধ্যেই ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া অনুষ্টুপ। টানা সাত দিন অনশন চালানোর পরে শনিবার তিনি জুনিয়র ডাক্তারদের জানান, তাঁর মূত্রের সঙ্গে রক্ত বার হচ্ছে। তাঁকে পরীক্ষা করেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর প্রতিনিধিরা। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। কিন্তু তার পরেও পেটে ব্যথা না কমায় তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত অসুস্থ হয়ে পড়ায় আর জি কর হাসপাতালেই ভর্তি করানো হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। সাত দিন ধরে অনশনের পরে শারীরিক পরিস্থতির অবনতি হওয়ায় শনিবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনরত জুনিয়র ডাক্তার অলোক বর্মাকে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে ভর্তি করানো হয়েছে। এবার অনুষ্টুপও অসুস্থ হয়ে পড়লেন। সরকারের পক্ষ থেকে আগের সব দাবি প্রায় মেনে নেওয়ার পরেও সতীর্থদের জীবন বাজি রেখে আন্দোলনে ডাক্তারা।







spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...