Wednesday, November 12, 2025

মোদির ‘নয়া ভারত’: গৌরী লঙ্কেশের খুনে জামিন পাওয়া অভিযুক্তদের গেরুয়া সম্বর্ধনা

Date:

জামিন পাওয়া গৌরী লঙ্কেশের (Gouri Lankesh) খুনে অভিযুক্তদের গেরুয়া সম্বর্ধনা দেওয়া হল বেঙ্গালুরুতে। মোদির নতুন ভারতে এর আগে ধর্ষকদের মুক্তি পাওয়ার পর মালা পরিয়ে বরণ, হত্যাকারীদের সংবর্ধনা, সিরিয়াল খুনি-ধর্ষককে বারবার প্যারোলে মুক্তি দিয়ে সম্বর্ধনার ছবি দেখা গিয়েছে। এবার সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনিদের গেরুয়া সংবর্ধনার ছবি প্রকাশ্যে।

আট অক্টোবর সাংবাদিক গৌরী (Gouri Lankesh) হত্যা মামলায় বিশেষ আদালতে জামিন পেয়েছেন পরশুরাম ওয়াগমোরে এবং মনোহর ইয়াদে। শনিবার সন্ধেয় হিন্দুত্ববাদী একটি সংস্থার পক্ষ থেকে তাঁদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এমনকী, ওই সংস্থা সদস্যদের ভারত মাতা কি জয় বলেও স্লোগান দিতে শোনা যায়। অভিযুক্তরা এরপরে কালিকা দেবী মন্দিরে গিয়ে শিবের পুজো দেন। ভাইরাল ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) দেখা গিয়েছে হিন্দুত্ববাদী নেতা উমেশ ভান্ডাল ওই দুই অভিযুক্ত খুনিকে মালা এবং শাল পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। এঁদের দাবি, দুই নিরাপরাধ নাকি লঙ্কেশের খুনে ৭ বছরের সাজা কেটেছেন।

5 সেপ্টেম্বর 2017, বেঙ্গালুরুতে নিজের বাড়িতে খুন হন বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশে। বাইকে করে এসে দুই ব্যক্তি তাঁকে খুন করে যায় বলে অভিযোগ। কর্নাটকের কংগ্রেস সরকার এই খুনে সিট গঠন করে। তারাই পরশুরাম এবং মনোহরকে গ্রেফতার করে। পরশুরাম শ্যুটার বলে অভিযুক্ত। এঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে। তার পরেও জামিন পেয়েছেন এই দুজন। শুধু তাই নয়, তাঁরা বেরোতেই বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে। যা নিয়ে তীব্র সমালোচনার উঠেছে দেশজুড়ে। এর আগে বিলকিস বানুর ধর্ষকদেরও জেল থেকে বেরোতেই মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল। বিহারে গণপিটুনিতে হত্যাকারীদের ফুলের মালায় বরণ করা হয়। বলা হচ্ছে মোদির ‘নতুন ভারত’-এ ধর্ষক-খুনিদের জেলের বাইরে রাখা এবং তাঁদের সম্মান জানানোটাই গেরুয়া সংস্কৃতি।







Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version