মঙ্গলের দুপুরে শুনানি আর জি কর মামলার, সবার নজর শীর্ষ আদালতে

আগামী ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। দুপুর ২টাই হবে শুনানি। উল্লেখ্য,এই মামলায় এখনও পর্যন্ত ৪২টি পক্ষ রয়েছে। তাদের হয়ে দাঁড়িয়েছেন ২০০-র বেশি আইনজীবী। তার মধ্যে রয়েছে অন্যতম প্রধান ন’টি পক্ষ। পুজো শেষে আগামী মঙ্গলবার এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।

প্রসঙ্গত আরজি কর মামলার পূর্ববর্তী শুনানিতে ২৮টি মেডিক্যালে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্যের তরফে। সেই স্ট্যাটাস রিপোর্টে বলা হয়, রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজে ৬১৭৮টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে ২৬ শতাংশ কাজ হয়েছে। বাকি কাজ ৩১ অক্টোবরের মধ্যে হয়ে যাবে। পাশাপাশি আরজি করে অতিরিক্ত ৫৭৫টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়। তার মধ্যে ২৫৫টি সিসিটিভি বসানো হয়ে গিয়েছে। অর্থাৎ ৪৫ শতাংশ কাজ সম্পূর্ণ। আরজি করে বাকি সিসিটিভি বসানোর কাজ ২০ অক্টোবরের মধ্যে হয়ে যাবে বলে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয় গত শুনানিতে। রাজ্যের তরফে ৩১ অক্টোবরের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ হওয়ার কথা জানানো হলেও সুপ্রিম কোর্ট রাজ্যকে বলেছে, ১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ করা নিশ্চিত করতে হবে।

এদিকে আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে à§§à§« তারিখ বিকাল চারটের সময় রানি রাসমণি অ্যাভিনউ-তে ‘দ্রোহের কার্নিভাল’ ডাক দিয়েছে তারা। চিকিৎসকদের আটটি সংগঠনের যৌথমঞ্চ এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

আরও পড়ুন- মায়ের বিদায় বেলায় গান গাইলেন মমতা! কুণালের শেয়ার করা সেই গান শুনেছেন?