Tuesday, November 4, 2025

দলের অনুমতি না নিয়েই জলপাইগুড়ির অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক ডা: প্রদীপ!

Date:

Share post:

সুখেন্দুশেখর রায়, জহর সরকারের পরে এবার আর জি করের ঘটনা নিয়ে প্রকাশ্যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে শামিল তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা চিকিৎসক প্রদীপকুমার বর্মার (Padip Kumar Barma) কথায়, “বিবেকের তাড়না থেকেই এখানে আসা। আমাদের মেয়ের বয়সী একটি মেয়ের সঙ্গে যে জঘন্য কাণ্ড ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছি আমরা।” তিনি স্পষ্ট জানান, এ বিষয়ে দলের অনুমতি নেননি।

পেশায় চিকিৎসক প্রদীপ বর্মা শুক্রবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশন মঞ্চে দীর্ঘদিন বসে ছিলেন। রবিবার, ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হন। জলপাইগুড়ির বিধায়ক (TMC MLA) বলেন, সামাজিক দায়িত্ব ও রাজনৈতিক কর্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। চিকিৎসক সত্তা থেকেই এখানে এসেছি। স্পষ্ট করেন দলের অনুমতি নেননি তিনি।

এর আগে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায় ও জহর সরকার আরজি কর কাণ্ডের প্রতিবাদে শামিল হন। সেক্ষেত্রেও তাঁরা দলের অনুমতি নেয়নি। তবে যেখানে জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি সরকার মেনে নিয়েছে এবং আর জি করের ঘটনার তীব্র নিন্দা-ধিক্কার জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সেখানে দলীয় বিধায়ক হয়ে কীসের ভিত্তিতে প্রদীপ বর্মা অনশনে অংশ নিলেন- তা স্পষ্ট নয়। এ বিষয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...