Saturday, May 24, 2025

CPM সর্বত্র আমার ভূত দেখে: কিঞ্জলকে জড়িয়ে মন্তব্যে পাল্টা মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

প্রথম থেকেই আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে জানাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। এমনকী জুনিয়র ডাক্তারদের আবেগকেও তাঁরা সম্মান-সমর্থন দেখিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে সরকারের ভূমিকার পরেও ডাক্তারদের আন্দোলনের সহমত নন তৃণমূল নেতৃত্ব। এই প্রেক্ষিতে হঠাৎ করে ২০২০-র ডিসেম্বরে কিঞ্জলের একটি নাটক নিয়ে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের পোস্ট এবং অভিনেতা কিঞ্জলের উত্তরকে হাতিয়ার করে তির্যক মন্তব্য করেছে ফেসবুকে ফেসবুকেও বাম নেতৃত্ব। এর পাল্টা তাঁদের ধুয়ে দিলেন কুণাল। স্পষ্ট জানালেন, আন্দোলনের বিষয় নিয়ে তিন জলের সঙ্গে কোন কথা হয়নি তাঁর।

নিজের ফেসবুক পেজে কুণাল লেখেন,
“সিপিএম সর্বত্র আমার ভূত দেখে, জানি। আমোদ পাই। কমরেড, এই অনশন নিয়ে নিজেদের বিতর্কেও আমাকে খুঁজে পেলেন আর এইসব পোস্ট করলেন!! কিঞ্জলকে আমি চিনি, কিন্তু এসব নিয়ে ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি এখনও। ওর কোনও কথা কমরেডদের অপছন্দ হতে পারে, কিন্তু ওর বিশ্বাসযোগ্যতাকে আক্রমণ করবেন না। কিঞ্জলদের মূল প্রতিবাদ, আবেগের সঙ্গে আমিও একমত। তবে ওর এবং ওদের কিছু পদক্ষেপ ও সঙ্গদোষ নিয়ে আমারও আপত্তি আছে। ওরা যা করছে, ঠিক-ভুল আলাদা বিচার্য, কিন্তু কর্মসূচিটা ওদের, সেটা হাইজ্যাকের চেষ্টা হচ্ছে, আপত্তি তুলেছে, ঠিক করেছে। নাগরিক ও নিরপেক্ষ ডাক্তারের ছদ্মবেশে কারা কী করছে, সবাই দেখছে। কমরেড, এই বিতর্কে কিঞ্জলের সঙ্গে আমাকে জড়াবেন না। ওকেও আমার সঙ্গে জড়াবেন না। আপনাদের এই প্যাঁচালো মনটাকে একটু সহজসরল করুন।”

আরও পড়ুন- উৎসবের মাঝেই ভূমিকম্প! কেঁপে উঠল অসম থেকে কাশ্মীর

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেই পুজোর মুখে কুণালের সঙ্গে দেখা করতে এসেছিলেন আরজি করে সাসপেন্ডেড কয়েকজন ইন্টার্ন। তবে সেই দলে কিঞ্জলের থাকার কোনও প্রশ্নই ওঠে না। সেই প্রেক্ষিতটা ছিল একেবারেই অন্য। এর এর আগেও অভিনেতা কিঞ্জল নন্দের প্রশংসা করে পোস্ট করেছেন কুণাল ঘোষ। যে কোনও অভিনেতা-অভিনেত্রীর কাজ ভালো লাগলে সে বিষয়ে তাঁদের উৎসাহ দেন তিনি। আর সেটা নিয়েই রাজনীতির ময়দানে নেমে পড়েছেন কিছু সোশ্যাল মিডিয়া বিপ্লবী। তারে পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতা।

 

spot_img

Related articles

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে...

২৪ ঘণ্টায় ভাগ্য বদল হাভার্ডের! ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের 

দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি আটকে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে...

খালি হাতে আসবেন না: রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের 

রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...