Friday, August 22, 2025

ড্র দিয়ে রঞ্জিট্রফির অভিযান শুরু করল বাংলা। এদিন উত্তরপ্রদেশের সঙ্গে জেতা ম্যাচ ড্র করল অনুষ্টুপ মজুমদারের দল। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে ৩ পয়েন্ট হাতে এল বঙ্গ ব্রিগেডের। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামী এবং অভিমূন্য ঈশ্বরণের।

ম্যাচের চতুর্থ দিনে যখন জয়ের গন্ধ পেতে শুরু করে বঙ্গ ব্রিগেড। ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন উত্তরপ্রদেশের প্রিয়ম গর্গ। তাঁর শতরানের সৌজন্যে জেতা ম্যাচ হাতছাড়া হল বাংলার। তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল অনুষ্টুপদের। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বঙ্গ ব্রিগেড। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১১ রান করে বাংলা। বাংলার হয়ে ১১৬ রান করেন সুদীপ চট্টোপাধ্যায় । সুদীপ ঘোরামী করেন ৯০ রান। ৪৪ রান করেন শাহবাজ আহমেদ। তবে প্রথম ইনিংসে রান পাননি অভিমূন্য । ৫ রান করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ২৯২ রানে শেষ হয়ে যায় উত্তরপ্রদেশের ইনিংস। প্রথম ইনিংসে বাংলার হয়ে ৪টি করে উইকেট নেন মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ। ২ টি উইকেট নেন মহম্মদ কাইফ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট থাকে বাংলার। শুরুটা ভালোই করেন সুদীপ এবং অভিমূন্য। ৯৩ রান করেন সুদীপ। ১২৭ রান অপরাজিত অভিমূন্য । ৩ উইকেট হারিয়ে ২৫৪ করে ডিক্লেয়ার দিয়ে দেয় বাংলা। জয়ের জন্য উত্তরপ্রদেশের কাছে লক্ষ্য দাঁড়ায় ২৭৪। তারপরই আঘাত হানেন মুকেশ এবং কাইফ। কিন্তু যত দিন গড়ায়, তত অপ্রতিরোধ্য হয়ে উঠলেন প্রিয়ম। প্রিয়ম ১০৫ রানে অপরাজিত। ম্যাচের শেষে ৬ উইকেট হারিয়ে উত্তরপ্রদেশের রান ছিল ১৬২।

আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিরাট বার্তা গম্ভীরের, বিরাটকে নিয়েও মুখ খুললেন গৌতম


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version