নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিরাট বার্তা গম্ভীরের, বিরাটকে নিয়েও মুখ খুললেন গৌতম

১৬ অক্টোবর থেকে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তবে তার আগে বিরাট বার্তা দলের কোচ গৌতম গম্ভীর। দলের সাফল্যে শুধু কৃতিত্ব দেওয়া হয় ব্যাটারদের। এমনকি প্রশংসা করা হয় শুধু ব্যাটারদেরই। সেই নিয়েই এবার মুখ খুললেন গম্ভীর।তাঁর মতে, এখনকার ক্রিকেটে বোলারদের সমান গুরুত্ত্ব। শুধু ব্যাটারদের প্রশংসা করার খেলাফ তিনি।

এই নিয়ে কিউইদের বিরুদ্ধে নামার আগে গম্ভীর বলেন, “ এটা বোলারদের যুগ। ব্যাটারেরা শুধু ম্যাচ তৈরি করে। আমাদের দেশে ব্যাটারদের নিয়ে মাতামাতি বন্ধ করার এটাই সময়। যদি ব্যাটারেরা ১০০০ রানও করে তা হলেও টেস্ট ম্যাচ জিতবই এমন নিশ্চয়তা নেই। টেস্টই হোক বা অন্য কোনও ফরম্যাটের ম্যাচ, বোলারেরাই ম্যাচ জেতায়। আশা করি আগামী দিনে ব্যাটারদের পুজো করার বিষয়টা বন্ধ হবে। আমরা আরও বেশি বোলারদের নিয়ে কথা বলব। আশা করি সকলেরই মানসিকতা বদলাবে।“ এখানেই না থেমে গম্ভীর আরও বলেন, “ ভারতে শুধু ব্যাটারদের নিয়েই আলোচনা হয়। তবে যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা সেটা বদলে দিচ্ছে। টেস্ট ক্রিকেটে চালাকচতুর বোলার বুমরাহ। ওরা সকলের মানসিকতা বদলে দিচ্ছে দেখে ভাল লাগছে। এই মুহূর্তে বিশ্বের সেরা জোরে বোলার বুমরাহ। ম্যাচের যে কোনও পর্যায়ে ও সব বদলে দিতে পারে।“

এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ফের একবার বিরাট কোহলির প্রশংসা করলেন গম্ভীর। দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই বিরাটের। কোহলি প্রসঙ্গে গম্ভীর বলেন, “ কোহলিকে নিয়ে আমার মনোভাব পরিষ্কার। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। এতদিন ধরে দেশের হয়ে ভাল খেলছে। এখনও ওর রানের খিদে দেখে মনে হয় এই বোধহয় অভিষেক হল।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ আমি জানি, একটা ম্যাচে ওর বড় রান দরকার। সেটা পেলেও কোহলি ধারাবাহিক ভাবে রান করতে পারবে। আমি জানি, সামনের আটটা টেস্টের দিকে কোহলির লক্ষ্য থাকবে।”

আরও পড়ুন- এমার্জিং এশিয়া কাপের জন্য ঘোষণা ভারতীয় দল, নেতৃত্বে তিলক বর্মা