এমার্জিং এশিয়া কাপের জন্য ঘোষণা ভারতীয় দল, নেতৃত্বে তিলক বর্মা

অক্টোবরেই শুরু হচ্ছে এমার্জিং এশিয়া কাপ। আর তার জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। যে দলকে নেতৃত্ব তিলক বর্মা। সহ অধিনায়কের দায়িত্বে অভিষেক শর্মা। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়েই হয় এই টুর্নামেন্ট। এবছর এই টুর্নামেন্ট হচ্ছে ওমানে। ১৮ অক্টোবর থেকে শুরু হবে এমার্জিং এশিয়া কাপ। ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৯ অক্টোবর। ভারতের গ্রুপে এই দলে আছে পাকিস্তানও। এছাড়াও আছে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহী।

১৮ অক্টোবর শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল ২৭ অক্টোবর। আট দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম দু’টি করে দল সেমিফাইনালে উঠবে। ১৯ অক্টোবর হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি ভারত-পাকিস্তান । আমিরশাহির সঙ্গে ২১ অক্টোবর এবং ওমানের সঙ্গে ২৩ অক্টোবর খেলবেন তিলক বর্মারা। অন্য দিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান ‘এ’, বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ এবং হংকং।

একনজরে ভারতীয় দল- তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), প্রভশিমরন সিং (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, রমনদীপ সিং, নেহাল ওয়াধেরা, আয়ুষ বাদোনি, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), সাই কিশোর, হৃত্বিক শোকিন, রাহুল চাহার, বৈভব অরোরা, অনশুল কাম্বোজ, আকিব খান এবং রাসিক সালাম।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির আগে বড় ধাক্কা অজি শিবিরে, বিবৃতি দিয়ে জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া