জুনিয়র চিকিৎসকদের অনশনকে গুরুত্ব দিতে শীর্ষ আদালতে আবেদন ইন্দিরার

এবার জুনিয়র চিকিৎসকদের অনশনের বিষয়টি সুপ্রিম কোর্টে (Supreme Court) নিয়ে যেতে চান তাঁদের আইনজীবী ইন্দিরা জয় সিংয়ের। মঙ্গলবার শীর্ষ আদালতে আর জি কর নিয়ে তদন্ত মামলার শুনানি। তার আগে সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে  আন্দোলনকারীদের অনশনের বিষয়টি শুনানিতে গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানান জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) আইনজীবী।

মঙ্গলবার দুপুর ২টোয় সুপ্রিম কোর্টে (Supreme Court) আর জি কর মামলার শুনানি। এই মামলায় এখনও পর্যন্ত ৪২টি পক্ষ রয়েছে। তাদের হয়ে দাঁড়িয়েছেন দুশোর বেশি আইনজীবী। তার মধ্যে রয়েছে অন্যতম প্রধান ৯টি পক্ষ। জুনিয়র ডাক্তারদের হয়ে দাঁড়িয়েছেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং (Indira Jay Singh)। এদিকে ১০ দফা দাবিতে গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অনশন চলছে উত্তরবঙ্গেও। ইতিমধ্যে চার অনশনরত চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে যে তালিকাভুক্ত আরজি কর মামলা আছে তাতে এই অনশনের বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী।