Friday, November 7, 2025

বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে রাজ্যের কাছে রির্পোট তলব হাই কোর্টের

Date:

বীরভূমের কয়লাখনি (Coal Mine) বিস্ফোরণে ৭ শ্রমিকের মৃত্যু নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে শ্রমিকদের মৃত্যু নিয়ে আগেই মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সোমবার সেই মামলার শুনানিতে ৫ নভেম্বর রাজ্যের রিপোর্ট তলব বিচারপতির। পাশাপাশি সম্ভব হলে ফরেনসিক রিপোর্টও (Forensic Report) পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওইদিনই রাজ্যের তরফে পেশ করা রিপোর্ট খতিয়ে দেখা হবে।

বীরভূমের খয়রাশোলে কয়লাখনিতে ৭ অক্টোবর বিস্ফোরণের (Explosion) জেরে সাতজন শ্রমিকের মৃত্যু হয়। গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের সময় দুর্ঘটনাটি ঘটে। খয়রাশোলের এই কয়লাখনি রাজ্য সরকারের মালিকানাধীন। ফলে এই দুর্ঘটনার পর প্রতি স্বজনহারা পরিবারগুলিকে সরকারি চাকরির পাশাপাশি ৩০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় এনআইএ (NIA) তদন্ত চেয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। প্রধান বিচারপতি সেই মামলা দায়েরের অনুমতি দেওয়ার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠে। পুজোর পর আজকের শুনানিতে রাজ্য সরকারের রিপোর্ট চাওয়া হল। কী ধরনের বিস্ফোরক ঘটেছে? এই বিস্ফোরণের জন্য দায়ী কারা, তা নিয়ে রিপোর্ট পেশ করবে রাজ্য। ৫ নভেম্বরে এই রিপোর্ট পেশে করতে হবে। সেই দিন এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন- এমার্জিং এশিয়া কাপের জন্য ঘোষণা ভারতীয় দল, নেতৃত্বে তিলক বর্মা

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version