বোমাতঙ্ক ! দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বই-নিউইয়র্কগামী AI 119 বিমানের

রবিবার ফের বোমাতঙ্কের ঘটনা ঘটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ৷ এবার মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমানে বোমা রাখা রয়েছে বলে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে ৷ সঙ্গে সঙ্গেই বিমানটিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় ৷ কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে নিরাপদেই দিল্লিতে নামিয়ে আনেন পাইলট ৷

একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিমানটিকে দিল্লি বিমানবন্দরেই পার্ক করে রাখা হয়েছে ৷ এবং বিমানের ভিতরে সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে ৷ বিমানটিতে মোট ২৩৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ AI 119  ফ্লাইটটি মুম্বই থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ৷ খবর পেতেই কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয় ৷ এবং সব যাত্রীদের নিরাপদেই বিমান থেকে নামিয়ে আনা হয় ৷
এর আগে গত ৯ অক্টোবর ভিস্তারার লন্ডন-দিল্লি বিমানে বোমা রাখার রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে ৷ তার দিন কয়েক যেতে না যেতেই এবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটল ৷