Monday, August 25, 2025

বিশ্রামে রাজ্যপাল! ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা, লাইভ স্ট্রিমিং-র বায়না কোথায়? খোঁচা কুণালের

Date:

জুনিয়র চিকিৎসকরা রাজ্যপালের (Governor of West Bengal) কাছে ‘ক্ষোভ’ জানাতে গিয়ে ক্ষুব্ধ হয়ে ফিরলেন। কারণ বিশ্রাম মোডে চলে যাওয়া রাজ্যপালের সঙ্গে দেখাই হল না তাঁদের। তবে রাজ্য প্রশাসনের সঙ্গে এক একটি বৈঠকের আগে বারবার দর কষাকষি চালাতে থাকা জুনিয়র চিকিৎসকদের রাজভবন অভিযান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল। সাক্ষাৎকারীর সংখ্যা থেকে লাইভ স্ট্রিমিং (live streaming) – কোথায় গেল চিকিৎসকদের আবদারের ঝুড়ি, প্রশ্ন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের।

সিবিআই তদন্তে আস্থা নেই। ক্ষোভ জানাতে রাজভবন (Rajbhavan) অভিযানের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার সেই অভিযানে পুলিশ তাদের আটকে দিলে পুলিশের শর্ত মতো ১২ জন জুনিয়র চিকিৎসক রাজভবনের ভিতরে যাওয়ার অনুমতি পান। তাতেই সম্মত হন চিকিৎসকরা। এই প্রসঙ্গেই কুণাল ঘোষ মনে করিয়ে দেন, কীভাবে নবান্নে (Nabanna) বৈঠকে ৩০ জন উপস্থিত থাকার দাবি জানিয়ে বৈঠক ভেস্তে দিয়েছিলেন চিকিৎসকরা। তাহলে রাজভবনে কেন সেই দাবি তাঁরা রাখেননি, প্রশ্ন কুণালের।

সেই সঙ্গে লাইভ স্ট্রিমিং নিয়েও কটাক্ষ কুণাল ঘোষের। তিনি বলেন, লাইভ স্ট্রিমিং (live streaming) করতে হবে, মিনিটস (minutes) সঠিকভাবে রাখতে হবে, এই দাবি নিয়েও দিনের পর দিন বৈঠকে বসেননি চিকিৎসকরা। অথচ রাজভবনে (Rajbhavan) কেন লাইভ স্ট্রিমিংয়ের (live streaming) দাবি নেই, প্রশ্ন তৃণমূল নেতার। সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ভিতরে বিজেপি-বাম-নকশাল কোনও আঁতাঁত হল কিনা তা কীভাবে বোঝা যাবে? দীর্ঘ সময় ধরে নতুন কোনও অরাজকতার পরিকল্পনা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সোমবার ধর্মতলা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে গিয়েও মাত্র ১২ জন চিকিৎসক রাজভবনে ঢোকার অনুমতি পান। দীর্ঘ সময় সেখানে অপেক্ষার পরে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ নিজেদের দাবি পেশের অনুমতি পান। সেই সময়েও মাত্র ৫ সদস্যকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। সেখানে গিয়ে রাজ্যপালের (Governor) সঙ্গে দেখা করতে না পরে শুধুমাত্র স্মারকলিপি (deputation) জমা দেন তাঁরা। বাইরে এসে ক্ষোভ প্রকাশ করলেও ভিতরে রাজ্যপালের সব নির্দেশ মেনেই কর্মসূচি পালন করেন জুনিয়র চিকিৎসকরা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version