Saturday, November 8, 2025

বাঙালির সেরা উৎসব এবছরের মতো শেষ পর্যায়ে। তবে এখনও দুর্গাপুজোর কার্নিভাল বাকি আছে। যা নিয়ে আম জনতার উন্মাদনা তুঙ্গে। রেড রোড জমে উঠেছে সেরার সেরা পুজোগুলির পদযাত্রার সাক্ষী হতে। সেই সঙ্গে প্রস্তুত লালবাজারও। বিপুল জন সমাগম সামলাতে বাড়তি ফোর্স মোতায়েন করছে কলকাতা পুলিশ।

ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে লালবাজারে বিশেষ বৈঠক হয়েছে। শেষমুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কী অবস্থায় তা নিয়ে খোঁজখবর নিয়েছেন খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পাশাপাশি পুজোর সময় একাধিক মণ্ডপে আর জি করের ঘটনার প্রতিবাদ-স্লোগান শোনা গিয়েছে। তার জেরে কার্নিভালে  নিয়ে বাড়তি সতর্ক পুলিশ।

প্রতিবছরের মতো এবারও মঙ্গলবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। সেখানে উপস্থিতি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেখানেই হাজির হবে পঞ্চাশের বেশি পুজো কমিটি। কুইনস ওয়ে থেকে প্রবেশ করবে একের পর এক ট্যাবলো। কার্নিভালে সামিল হয়ে সেগুলি একে একে এগিয়ে যাবে বাজে কদমতলা ঘাটের দিকে। সেখানেই কার্নিভালে অংশগ্রহণ করা প্রতিমাগুলির নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে।

একই সঙ্গে গঙ্গাতেও রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, কুইনস ওয়ে থেকে ঘাট পর্যন্ত রাস্তায় থাকছে পৃথক পুলিস বাহিনী। লালবাজার সূত্রে খবর, গোটা এলাকাটিকে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা সার্বিকভাবে গোটা বিষয়টি তদারকি করবেন। তাদের সাহায্য করবেন যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনাররা। কলকাতা পুলিশ জানিয়েছে, কার্নিভাল উপলক্ষ্যে রেড রোড ও তার আশপাশের চত্বরে প্রায় দেড় হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেখানে পুলিসি বার্তালাপের জন্য বিশেষ ওয়ারলেস টাওয়ার বসানো হয়েছে।









Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version