Monday, November 10, 2025

বাঙালির সেরা উৎসব এবছরের মতো শেষ পর্যায়ে। তবে এখনও দুর্গাপুজোর কার্নিভাল বাকি আছে। যা নিয়ে আম জনতার উন্মাদনা তুঙ্গে। রেড রোড জমে উঠেছে সেরার সেরা পুজোগুলির পদযাত্রার সাক্ষী হতে। সেই সঙ্গে প্রস্তুত লালবাজারও। বিপুল জন সমাগম সামলাতে বাড়তি ফোর্স মোতায়েন করছে কলকাতা পুলিশ।

ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে লালবাজারে বিশেষ বৈঠক হয়েছে। শেষমুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কী অবস্থায় তা নিয়ে খোঁজখবর নিয়েছেন খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পাশাপাশি পুজোর সময় একাধিক মণ্ডপে আর জি করের ঘটনার প্রতিবাদ-স্লোগান শোনা গিয়েছে। তার জেরে কার্নিভালে  নিয়ে বাড়তি সতর্ক পুলিশ।

প্রতিবছরের মতো এবারও মঙ্গলবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। সেখানে উপস্থিতি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেখানেই হাজির হবে পঞ্চাশের বেশি পুজো কমিটি। কুইনস ওয়ে থেকে প্রবেশ করবে একের পর এক ট্যাবলো। কার্নিভালে সামিল হয়ে সেগুলি একে একে এগিয়ে যাবে বাজে কদমতলা ঘাটের দিকে। সেখানেই কার্নিভালে অংশগ্রহণ করা প্রতিমাগুলির নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে।

একই সঙ্গে গঙ্গাতেও রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, কুইনস ওয়ে থেকে ঘাট পর্যন্ত রাস্তায় থাকছে পৃথক পুলিস বাহিনী। লালবাজার সূত্রে খবর, গোটা এলাকাটিকে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা সার্বিকভাবে গোটা বিষয়টি তদারকি করবেন। তাদের সাহায্য করবেন যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনাররা। কলকাতা পুলিশ জানিয়েছে, কার্নিভাল উপলক্ষ্যে রেড রোড ও তার আশপাশের চত্বরে প্রায় দেড় হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেখানে পুলিসি বার্তালাপের জন্য বিশেষ ওয়ারলেস টাওয়ার বসানো হয়েছে।









Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version