ক্লাসে উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ নিল ‘সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’।তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে গেলে এবার থেকে পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে ন্যূনতম উপস্থিতির হার ৭৫ শতাংশ থাকতেই হবে। ইতিমধ্যেই দেশের সমস্ত সিবিএসই পরিচালিত স্কুলগুলির অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে।স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতির হার ৭৫ শতাংশের কম থাকবে, তাদের ২০২৫ সালের আসন্ন দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

যদিও কোনও পড়ুয়া যদি অসুস্থ থাকে, কিংবা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কোনও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যায়, তাহলে সেই সমস্ত পরীক্ষার্থীর ক্ষেত্রে শ্রেণিকক্ষে ন্যূনতম ৭৫ শতাংশের উপস্থিতির বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।এই বিশেষ সুবিধার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তথ্যপ্রমাণ ও নথি জমা দিতে হবে। সেক্ষেত্রে শ্রেণিকক্ষে উপস্থিতির হারের উপর সর্বাধিক ২৫ শতাংশ ছাড় দেওয়া হতে পারে।
একইসঙ্গে, সিবিএসই-র পক্ষ থেকে তাদের অধীনে থাকা স্কুলগুলিকে জানানো হয়েছে, প্রত্যেকটি স্কুলে শ্রেণিকক্ষে পড়ুয়াদের উপস্থিতি স্বাভাবিক রয়েছে কিনা, তা দেখার জন্য আকস্মিক পরিদর্শন করা হবে।সেই সময় যদি দেখা যায়, কোনও পড়ুয়া যথাযথ নথি প্রদর্শন না করেই স্কুলে অনুপস্থিত রয়েছে, তাহলে সেই অনিয়মের জন্য স্কুল কর্তৃপক্ষই দায়ী থাকবে।
যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে নির্দিষ্টভাবে আরও বলা হয়েছে, ‘স্কুলের সংশ্লিষ্ট বিবৃতিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি পর্যন্ত কতজন পড়ুয়া স্কুলে উপস্থিত থেকেছে, তারা প্রতিদিন স্কুলে এসেছে কিনা, সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। এবং এই তথ্য একবার জমা নেওয়া হলে তা আর সংশোধন করা যাবে না।
