Friday, November 7, 2025

রেড রোডে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল, সেরা গান মুখ্যমন্ত্রী লেখা “অঞ্জলি লও”

Date:

প্রতিবারে মতো এবারও বর্ণাঢ্য দুর্গাপুজোর কার্নিভালের (Carnival) রেড রোডে (Red Road)। মঙ্গলবার অনুষ্ঠানের সূচনা হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ও সুর দেওয়া গান দিয়ে। মঞ্চে গানটি পরিবেশনা করেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানের তালে নৃত্য পরিবেশন করা হয়। এই গানে অনেক পুজো কমিটিই এই গানে নাচ করেন। গানটিকে কার্নিভ্যালের সেরা গান হিসেবে এদিনের মঞ্চে ঘোষণা করা হয়।

এদিন দুপুর গড়াতেই রেড রোডে মানুষের ভিড় উপচে পড়ে। নির্দিষ্ট সময়ের আগেই সব আসন কানায় কানায় ভরে যায়। চারটের আগেই রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। ছিলেন তারকা সাংসদ-বিধায়করা। সঙ্গে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও। রয়েছেন সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ নুসরত জাহান, বিধায়ক সোহম চক্রবর্তী। পরে অনুষ্ঠানের পরে যোগ দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য। ছিলেন সুভদ্রা, সৌমিতৃষা, ভরত কল, নীল-সহ টলিউডের একঝাঁক নক্ষত্র। বহু বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।

এদিন রেড রোডের কার্নিভালে মোট ৮৯টি পুজো অংশগ্রহণ করে। এদিনের কার্নিভালে (Carnival) গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজোর শোভাযাত্রায় পুরোভাগে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর লেখা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন চন্দ্রিমা। পাশাপাশি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আলিপুর বডিগার্ড লাইনস-এর হয়ে অনুষ্ঠান করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।







Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version