Friday, January 30, 2026

সিপিএম আর জুনিয়র ডাক্তাদের ‘অসভ্যতায়’ চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ

Date:

Share post:

সরকারের ঘোষিত কর্মসূচি রেড রোডে বিসর্জনের কার্নিভাল। আর সেইদিনই দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) মঞ্চকে সামনে রেখে এই কর্মসূচির ডাক দেন সিপিএম (CPIM) নেতৃত্ব ও বাম সমর্থক চিকিৎসকরা। আর এর জেরে চূড়ান্ত নাকাল হন সাধারণ মানুষ।

মঙ্গলবার, রেড রোডের কার্নিভাল (Carnival) দেখতে ভিড় উপচে পড়ে। অন্যদিকে আদালত পর্যন্ত দৌড়ে অনুমতি দেওয়া দ্রোহের কার্নিভালে কার্যত লোক ছিল হাতে গোণা। জুনিয়র ডাক্তারদের নামে ডাকা কর্মসূচিতে দেখা মেলেনি তাঁদের। ছিলেন সিপিএমের বড়-মেজো-ছোট নেতারা। আর তার সঙ্গে কিছু বাম সমর্থক চিকিৎসক (অদমূদী)। তাঁদের কার্নিভাল কার্যত ফ্লপ বুঝতে পেরে শেষের দিকে মানববন্ধন করে দাঁড়িয়ে পড়েন দ্রোহের সমর্থকরা। একদিকে রেড রোডে কার্নিভালের চাপ। তার উপর সেই কার্নিভাল (Carnival) থেকে প্রতিমা যাচ্ছে গঙ্গার ঘাটে নিরঞ্জনের পথে। কলকাতা পুলিশ আপ্রাণ চেষ্টা করছে রাস্তা যানজট মুক্ত রাখার। আর ঠিক সেই সময়ই হাত ধরে দাঁড়িয়ে যান চলাচল স্তব্ধ করেন সিপিএমের কর্মী-সমর্থকরা। ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ পথ চলতি মানুষ। দীর্ঘক্ষণ পথের মধ্যে আটকে পড়েন তাঁরা। এর সঙ্গে ভাসন দিতে যাওয়া বিসর্জনের ট্যাবলোর দিকে বোতল ছোড়া হয় দ্রোহের কার্নিভাল থেকে। এমনকী, অশ্রাব্য গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। কিন্তু সংযম বজায় রাখে পুজো কমিটিগুলি। ফলে প্ররোচনা সত্ত্বে কোনও অশান্তি হয়নি।রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকারের কর্মসূচির দিন নিজেদের কর্মসূচি ঘোষণা করে পালে হাওয়া টানার চেষ্টা করেছিল দ্রোহের কার্নিভালের উদ্যোক্তরা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এখন রীতিমতো অসভ্যতা করে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি করেন তাঁরা।







spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...