Thursday, August 28, 2025

শর্তসাপেক্ষে দ্রোহের কার্নিভালের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার, দুপুরে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রবি কৃষাণ কাপুরের অবকাশকালীন বেঞ্চে রানি রাসমণি রোডে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ফোরামের দ্রোহের কার্নিভালের অনুমতি দেওয়া হয়।

শুনানিতে বিচারপতি কপুর বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে। আদালত বার বার এই নির্দেশ দিয়েছে।” একই সঙ্গে কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারির নির্দেশিকাও খারিজ করে দিয়েছেন বিচারপতি। তবে তিনি জানান, রেড রোড ও রানি রাসমণি রোডের মাঝে ব্যারিকেড করে দেওয়া হবে।তবে, এক্ষেত্রে দ্রোহের কার্নিভালে অংশগ্রহণকারীদেরও শর্ত দিয়েছে আদালতে।
• কলকাতা পুলিশকে জানাতে হবে কত মানুষের জমায়েত হবে।
• কোনও ভাবেই রানি রাসমণি রোড এলাকার বাইরে যেতে পারবে না তাঁরা।
• ব্যারিকেডের ভিতরেই থাকতে হবে।
• শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কার্নিভাল করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের এডভোকেট জেনারেল এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে কলকাতা পুলিশের জারি করা ১৪৪ (১৬৩) ধারাও খারিজ করে দিয়েছে আদালত। এর পরেই রানি রাসমণি রোডে সমস্ত ব্যারিকেড সরিয়ে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে।






Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version