বিতর্কে এমবাপে, উঠল ধর্ষণের অভিযোগ, মুখ খুললেন ফ্রান্স ফুটবলার

0
1

বিতর্কে কিলিয়ান এমবাপে। ধর্ষণের অভিযোগ উঠল ফরাসি এই ফুটবলারের ওপর। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এমবাপে। অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

সম্প্রতি স্টকহোমে একটি ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে কিলিয়ান এমবাপের। সংবাদমাধ্যমে খবর, ধর্ষণের ঘটনাতেই ফরাসি লিগ কমিটির শুনানিতে গিয়েছিলেন এমবাপে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এমবাপে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সবটাই মিথ্যা খবর। পিএসজিতে আমার বেতন বাকি রয়েছে। সেই বিষয়েই কথা বলতে গিয়েছিলাম।”

এই নিয়ে মুখ খুলেছেন ফ্রান্সের কোচ দেশঁও। তাঁর মতে ফরাসি ফুটবল দলের অন্দরমহলের পরিবেশ খারাপ হচ্ছে। এই নিয়ে তিনি বলেন, “যে কেউ যা ইচ্ছা লিখতেই পারে। কিন্তু এমন কিছু লেখা উচিত নয় যাতে দলের অন্দরের পরিবেশ খারাপ হয়। এমবাপের নামে ধর্ষণের অভিযোগ আমাদের দলের পরিবেশ খারাপ করছে। এই বিতর্ক যত তাড়াতাড়ি সম্ভব শেষ হওয়া উচিত।”

আরও পড়ুন-শুরু ডার্বির টিকিট বিক্রি, কোথায় , কখন পাবেন বড় ম্যাচের টিকিট ? রইল আপডেট