Monday, December 29, 2025

জুনিয়র ডাক্তারদের অনশন: শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট, হাই কোর্টে যাওয়ার পরামর্শ চন্দ্রচূড়র

Date:

Share post:

জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) অনশনের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি চেয়েছিলেন তাঁদের আইনজীবী ইন্দিরা জয় সিং। কিন্তু মঙ্গলবার শীর্ষ আদালতে আর জি কর তদন্ত মামলার শুনানিতে সেই আর্জি শুনলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শুধু তাই নয়, বিষয়টি হাই কোর্টে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আন্দোলনকারীদের অনশনের বিষয়টি শুনানিতে গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানান জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। সুপ্রিম কোর্টে (Supreme Court) যে তালিকায় আরজি কর মামলা আছে সেখানেই এই অনশনের বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানান। মঙ্গলবার, শুনানিতে সেই আবেদন খারিজ করে দেন ডি ওয়াই চন্দ্রচূড়। ইন্দিরা জয় সিং (Indira Jay Singh) তাঁর আবেদনে জানান, কিছু অমীমাংসিত সমস্যা রয়েছে। ডাক্তাররা কাজে ফিরে গিয়েছেন। তবে কয়েকজন অনশনে রয়েছেন। সেই বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন বলে উল্লেখ করেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী। বলেন, অনশনে মাত্র ৮ জন চিকিৎসক রয়েছেন। তার মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি। বাকিরা অনশন চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই আগ্রহী যে এই অনশন ধর্মঘট বন্ধ করা হোক কারণ আমরা তাঁদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত।

কেন এই অনশন? ইন্দিরা ব্যাখ্যা করেন, যে R G Kar মেডিক্যাল কলেজে ২০২২ থেকে কোনও ছাত্র নির্বাচন হয়নি। রাজনৈতিক মনোনীত ব্যক্তিরা ছাত্র সংসদে আসছেন বলেও অভিযোগ করেন তিনি।

এর উত্তরে প্রধান বিচারপতি জানান, এই বিষয়টি এখনই প্রত্যাহার করুন। আমরা এই বিষয়ে ঢুকতে চাইছি না। বর্তমান মামলার সঙ্গে এই জড়িত না। এর পরে বিচারপতি চন্দ্রচূড়ের পরামর্শ, এই বিষয় নিয়ে প্রতিকার চাইলে হাই কোর্টে (High Court) ২২৬ ধারার অধীন আবেদন করুন।







spot_img

Related articles

মহানগরীতে মদ্যপ মহিলা যাত্রী, বেসামাল তরুণীকে নিরাপদে বাড়ি পৌঁছে মন জিতলেন ক্যাবচালক 

এটাই বাংলা, এটাই কলকাতা। দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর। এই শহরে মহিলারা মধ্যরাতেও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন। এই...

সোমে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে, তুষারপাতে বর্ষবরণের সম্ভাবনা উত্তরে!

বছর শেষ হতে আর মাত্র দু দিন বাকি, কিন্তু শীতের ইনিংস এখনও বেশ কয়েকদিন চলবে। সোমবার সকালে কলকাতার...

কলকাতার গেস্ট হাউসে রক্তাক্ত মহিলা, কুপিয়ে খুনের চেষ্টা প্রেমিকের!

উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৩৮ বছর বয়সী মহিলার সঙ্গে বছর চল্লিশের প্রদীপ কুমার সেলভারাজের প্রেমের সম্পর্ক। রবিবাসরীয় দুপুরে...

আজ বিষ্ণুপুর বিধানসভায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবির পরিদর্শনে যাবেন অভিষেক

ডায়মন্ড হারবার লোকসভার সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডিসেম্বরের গোড়া থেকে 'সেবাশ্রয় ২' (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন তৃণমূল...