Saturday, August 23, 2025

উৎসবের মরশুমেই ফের বঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah)। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের পরিকল্পনা থাকলেও ভাঙা বঙ্গ বিজেপিকে বার্তা দেওয়াই উদ্দেশ্য মোদি প্রশাসনের সেকেন্ড ইন কম্যান্ডের। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে রাজ্য়ের ছয় বিধানসভায় উপনির্বাচন (by election)। তার মধ্যে একটি বিজেপির জেতা আসন। দলের রাজ্য নেতাদের ভুলে সেই আসন হাতছাড়া হওয়ার আগে বার্তা দিতে চান শাহ, অনুমান রাজনৈতিক মহলে।

বিজেপির সাংসদ নির্বাচিত হওয়ার পরে রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেননি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। নতুন রাজ্য সভাপতির নামও ঘোষণা করেনি বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে মাৎস্যন্যায়ের বঙ্গ বিজেপিকে এক ছাতার তলায় মাত্র একদিনই দেখা গিয়েছিল। লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপির বিপক্ষে যাওয়ার পরেও ঐক্যের হাওয়া খেলেনি বঙ্গ বিজেপিতে, যা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যথেষ্ট চিন্তার। এই চিড় প্রকাশ্যে আসতে কখনও সুকান্ত কখনও শুভেন্দুকে দিল্লিতে ডেকে আলোচনাও চালিয়েছেন অমিত শাহ।

এবার সদস্য সংগ্রহের নামে তিনি নিজেই আসছেন বাংলায়। ২৪ অক্টোবর বাংলায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Ministry of Home Affairs)। উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে ১৩ নভেম্বর। নির্বাচনে মাদারিহাট (Madarihat) কেন্দ্র ধরে রাখার চ্যালেঞ্জ যেমন রয়েছে বিজেপির সামনে, তেমনই অন্য পাঁচটি তৃণমূলের আসনের থেকে একটিও যদি ছিনিয়ে নিতে পারা যায়, তা বঙ্গ বিজেপির মনোবলের উপর প্রভাব ফেলতে পারে। সেই সঙ্গে ২৬-এর নির্বাচনের প্রস্তুতি হিসাবেও এই উপনির্বাচনকে কাজে লাগাতে চাইছেন অমিত শাহ। কারণ তার মধ্যে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন ব্যস্ত রাখবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version