Tuesday, November 25, 2025

অন্ধকার কুঠুরিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী! বিস্ফোরক অভিযোগ ইমরানের প্রাক্তন স্ত্রীর

Date:

Share post:

জেলের অন্ধকার কুঠুরিতে (Dark Cell) দিন কাটছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Pakistan Prime Minister) ইমরান খানের (Imran Khan)। এমনকি কেটে দেওয়া হয়েছে সেই সেলের বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিজের ছেলেদের সাপ্তাহিক ফোন কলও করতে দেওয়া হচ্ছে না। এমনই গুরুতর অভিযোগ সামনে আনলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ (Jemima Goldsmith)।

১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমরান খানের (Imran Khan) সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল জেমাইমা গোল্ডস্মিথের। তিনি শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সরকারকে কাঠগড়ায় তুলে সোশাল মিডিয়ায় লিখেছেন, “জেলে ব্যক্তিগত পরিদর্শন বন্ধের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করে ওর দুই ছেলে সুলেইমান ও কাসিম খান যাঁরা লন্ডনে থাকেন, তাঁদের সঙ্গে সাপ্তাহিত ফোন কলও করতে দেওয়া হচ্ছে না ১০ সেপ্টেম্বর থেকে। আমরা জানতে পেরেছি ওর সেলের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। কোনও সময়ই সেই সেলের বাইরে যাওয়ার অনুমতিও নেই তাঁর। জেলের রাঁধুনিকেও ছুটিতে পাঠানো হয়েছে। উনি একাকী বন্দি রয়েছেন। একেবারে অন্ধকারে, বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন (Isolated)। ইমরানের আইনজীবীরা তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”

২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর বর্তমানে রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে (Adiala Jail Rawalpindi) বন্দি রয়েছেন ইমরান খান। এই মুহূর্তে দুদিনের এসসিও সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানে। আর সেই সময়ই এমন অভিযোগ আনলেন প্রাক্তন স্ত্রী জেমাইমা। তাঁর আরও অভিযোগ, কেবল ইমরান নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদেরও হেনস্তা করা হচ্ছে। তাঁর এক ভাগ্নে হাসান নিয়াজি যিনি একজন সাধারণ পাক নাগরিক, তাঁকে ২০২৩ সালের আগস্ট থেকে সেনার হেফাজতে রাখা হয়েছে।

spot_img

Related articles

টি২০ বিশ্বকাপের ভেন্যু তালিকায় কলকাতা, বড় দায়িত্ব পেলেন রোহিত

ঢাকে কাঠি পড়ে গেল টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026)। মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে টি২০ বিশ্বকাপে সূচি...

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার...

দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন: কলকাতা উত্তর-দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত

কলকাতা উত্তর ও দক্ষিণের অনেক জায়গায় SIR-এর রেজিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে না। সোমবার, মেগা ভার্চুয়াল বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন...

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কেন্দ্রের: বাংলাদেশে পুশব্যাক করা সোনালিকে ফেরাতে কড়া নির্দেশ

কেন ফিরিয়ে আনছেন না এদের? আপনাদের কাছে তথ্য যাচাইয়ের পথ তো খোলা আছে। তালে তাঁদের কথা বলতে দিন,...