নদীর পাড় থেকে উদ্ধার হল বালি চাপা দেওয়া তরুণীর ক্ষতবিক্ষত দেহ৷ বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই তরুণীর বয়স আনুমানিক ২০ বছর৷ নিহতের মুখে বেশ কিছু ক্ষতচিহ্ন রয়েছে৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
খুনের আগে তরুণীর উপরে কোনওরকম শারীরিক নির্যাতন বা ধর্ষণ করা হয়েছিল কি না, তা ময়নাতদন্তের পরই জানা যাবে৷