Thursday, August 21, 2025

হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নওয়াব সিং সাইনি, ঘোষণা অমিত শাহর

Date:

প্রত্যাশিতভাবেই হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নওয়াব সিং সাইনি (Nayab Singh Saini)। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হল বিজেপির পক্ষ থেকে। বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে কান ঘেঁষে পরাজিত করার পরে বিজেপির মধ্যে কোনও সন্দেহ ছিল না সাইনিকেই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে। বুধবার অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলেন।

বৃহস্পতিবার হরিয়ানার (Haryana) মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে বিজেপি নেতা ও নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। সেখানে দুই জয়ী বিধায়কের পক্ষ থেকে প্রস্তাব পেশ করা হয় সাইনিকে বিধানসভার দলনেতা তথা মুখ্যমন্ত্রী (chief minister) পদে বসানোর জন্য। তাঁর নেতৃত্বেই বিধানসভা নির্বাচনে বিজেপি আগেরবারের থেকে আসন বাড়িয়ে ৪৮ আসন জিতেছে বলে মত দলীয় নেতৃত্বের। এরপরে সাইনিকে মুখ্যমন্ত্রী করা নিয়ে দ্বিমত কেউ প্রকাশ করেননি।

অমিত শাহর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা হল বুধবার। হরিয়ানায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে অগ্নিবীরদের (Agniveer) হরিয়ানার সরকারে চাকরির ঘোষণা করেন অমিত শাহ। কার্যত স্পষ্ট ৪৮ আসনে জয় লাভ করলেও নিজেদের ভ্রান্ত নীতি নিয়ে ৩৭ আসন জেতা কংগ্রেসকে সমীহ করেই চলবে হরিয়ানা (Haryana) বিজেপি। আপের সঙ্গে দ্বন্দ্ব ও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত না হলে কংগ্রেস যে এই রাজ্যের বিধানসভায় অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকত, তাও স্পষ্ট বিজেপির অবস্থানে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version