Monday, August 25, 2025

নিবিড় জনসংযোগের লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই বিজয়া সম্মিলনী তৃণমূলের

Date:

বিজয়া সম্মিলনী ঘিরেই নিবিড় জনসংযোগ শুরু করছে শাসকদল। বুধবার দলের তরফে দেওয়া সূচি অনুযায়ী কলকাতা থেকে জেলা, সর্বত্র শুরু হচ্ছে বিজয়া সম্মিলনী। বৃহস্পতিবার থেকেই বিজয়া সম্মিলনী শুরু করছে তৃণমূল (TMC)। প্রথম দিন কলকাতা-সহ ৭টি জেলায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হবে। তালিকা অনুযায়ী বীরভূমের মুরারই ১ ও ২ হবে এই অনুষ্ঠান। এছাড়াও পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, পূর্ব বর্ধমানের কালনা ১, উত্তর ২৪ পরগনার বারাকপুর, টিটাগড় ও মিনাখাঁ ১, দক্ষিণ কলকাতার ১৩২ ও ১৪২ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনী পালিত হবে। প্রতিটি অনুষ্ঠানের দায়িত্বে থাকছেন একজন করে স্থানীয় নেতৃত্ব।

বিজয়া সম্মিলনী নিয়ে বুধবার, তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, পুজো, উৎসব, উৎসব-অর্থনীতির মরশুমে তৃণমূলের কর্মী, সদস্য, সংগঠক, জনপ্রতিনিধি-সহ গোটা পরিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেনাপতিত্বে বিজয়া সম্মিলনী পালন করবে। নিবিড় জনসংযোগই এই বিজয়া সম্মিলনীর অন্যতম লক্ষ্য। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও ভাল কাজগুলিকে মানুষের কাছে তুলে ধরা হবে।

পাশাপাশি মানুষের যদি কোনও প্রস্তাব থাকে সে-সবও শোনা হবে। বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে যে কুৎসা ও চক্রান্ত শুরু করেছে সঠিক তথ্য তুলে ধরে দলীয় কর্মীরা তারও জবাব দেবেন। সেই সঙ্গে বাস্তব পরিস্থিতিটাও তুলে ধরা হবে। ওই সমস্ত বিষয়ে সিপিএম আমলে কী হয়েছিল, বিজেপিশাসিত রাজ্যে কী হচ্ছে, সে-সবও তথ্য সহকারে মানুষকে বোঝানো হবে।







Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version