ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে রোহিত শর্মারা করল মাত্র ৪৬ রান । জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান নিউজিল্যান্ডের। টিম ইন্ডিয়ার থেকে ১৩৪ রানে এগিয়ে কিউইরা।

গতকাল ছিল টেস্টের প্রথম দিন। কিন্তু বৃষ্টির জন্য প্রথম দিন বাতিল হয় ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিং দাঁড়াতেই পারল না টিম সাউদি, মাট হেনরিদের বোলিং-এর সামনে। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২ রানে আউট হন তিনি। এরপর শূন্য রানে ফেরেন কোহলি, সরফরাজ। ১৩ রানে আউট হন যশস্বী জসওয়াল। শূন্য রানে ফেরেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ২ রানে আউট হন কুলদীপ যাদব। ২০ রানে আউট হন ঋষভ পন্থ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে ৯১ রান করেন ডেভন কনওয়ে। ৩৩ রান করেন উইল ইয়ং। লাথাম করেন ১৫ রান। কিউইদের হয়ে ক্রিজে রয়েছেন রচিন রবিন্দ্র এবং ড্রায়েল মিচেল। ভারতের হয়ে একটি করে উইকেট নেন অশ্বিন, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন- কিউইদের কাছে ৪৬ রানে প্রথম ইনিংস শেষ হতেই, বিরাট-রোহিতদের খোঁচা ক্রিকেট অস্ট্রেলিয়ার
