Friday, August 22, 2025

সুপ্রিম কোর্টেও ধাক্কা। নিয়োগ নিয়ে ইডির মামলায় জামিন অধরা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chantterjee)। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভুনিয়ার ডিভিশন বেঞ্চ (Division Bench) ইডিকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়। এক সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তার ভিত্তিতেই মামলার দিনক্ষণ চূড়ান্ত হবে। ফলে কালীপুজোর আগে পার্থর জামিন পাওয়া সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

নিয়োগ মামলায় ২০২২-এর ২২ জুলাই ED-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chantterjee)। ওই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তিনি। এদিন ইডির আইনজীবী এসভি রাজু এই জামিনের বিরোধিতা করে বক্তব্য জানাতে চান। এতে বড় দুর্নীতির মামলা বলে অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরেই ইডির কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট (Supreme Court)।

এদিকে বুধবারই বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ‘গুরুত্বপূর্ণ’ নথি। যা যাচাই করে সিবিআইয়ের হাতে এসেছে নতুন তথ্য। CBI-এর দাবি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে টেট দুর্নীতির প্রত্যক্ষ যোগ রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরা করেন তদন্তকারীরা।

গত জুন মাসে বিকাশ ভবনে টানা তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেই তল্লাশিতে বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি নথিপত্র উদ্ধার হয়। সেই উদ্ধার হওয়া নথিতে ছিল প্রাথমিক নিয়োগ পরীক্ষার (TET) প্রার্থীদের তালিকা। বিকাশ ভবন থেকে বাজেয়াপ্ত নথি ঘেঁটে জানা গিয়েছে পার্থ ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে। সেই তালিকা থেকে কয়েক জনের চাকরিও হয়। এ ছাড়াও, সিবিআইয়ের বাজেয়াপ্ত নথিতে প্রভাবশালী কয়েক জনের নাম পাওয়া গিয়েছে।







Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version