এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনে রিজার্ভেশনে (reservation) খানিকটা স্বস্তির খবর দিল রেল। চারমাস নয়, এবার দূরপাল্লার ট্রেনে টিকিট রিজার্ভ করা যাবে দু-মাস আগে। বৃহস্পতিবার রেলের টিকিট রিজার্ভেশনের দায়িত্বে থাকা আই আর সি টি সির (IRCTC) পক্ষ থেকে একথা জানানো হয়।

বুধবারই রেল বোর্ড ও রেল মন্ত্রকের (Ministry of Railway) বৈঠকে অগ্রিম বুকিং নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। চার মাসের পরিবর্তে দু’মাস আগে টিকিট কাটার ব্যবস্থা হলে অনেক মানুষের সুবিধা হবে বলেই মনে করছে রেল। ১ নভেম্বর থেকে কার্যকর হবে নয়া নিয়ম। তবে এর ৩১ অক্টোবর পর্যন্ত যারা পুরনো নিয়মে টিকিট কাটবেন তা বৈধ হিসেবেই গণ্য হবে। টিকিট বাতিল করা যাবে ৬০ দিন আগেই।

অর্থাৎ রেলের নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চের টিকিট কাটার ক্ষেত্রেই প্রথম ৬০ দিন আগে টিকিট কাটার সুবিধা মিলবে। কারণ ৬০ দিনের ব্যবধানে টিকিট রিজার্ভের (ticket reservation) সুবিধা পাওয়া গেলেও ১ জানুয়ারিতে যে ট্রেন তার টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ফলে ১ নভেম্বর থেকে টিকিট বিক্রির নতুন নিয়ম চালু হয়ে গেলেও তার সুবিধা মিলবে কিছু দিন পর থেকে।
