আজ কলকাতা-সহ চার জেলায় তৃণমূলের বিজয়া সম্মিলনী 

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja) শেষ হয়েছে। জেলা থেকে শহর – জমিয়ে ঠাকুর দেখা আর প্যান্ডেল হপিংয়ে নজির গড়েছেন বাংলার মানুষ। এবার পালা বিজয়া সম্মিলনীর। বৃহস্পতিবার কলকাতা এবং চার জেলার আটটি অঞ্চলে বিজয়া সম্মিলনী পালন করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।

ঘাসফুল শিবির সূত্রে খবর এদিন বেহালা পূর্বের ১৪২ নম্বর ওয়ার্ড এবং বেহালা পশ্চিমের ১৩২ নম্বর ওয়ার্ডে বিজয়ার কর্মসূচি আয়োজিত হয়েছে। দুই জায়গাতেই বক্তা হিসাবে থাকছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম মহিলা মুখ শশী পাঁজা (Sashi Panja)। এ ছাড়া উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর-টিটাগড় এবং মিনাখাঁ-১, বীরভূমের মুরারই-১ এবং মুরারই-২, পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ শহর এবং পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকেও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হবে। বারাকপুর-টিটাগড়ে বিজয়া সম্মিলনীতে বক্তার তালিকায় রয়েছে বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম। মিনাখাঁ-১ ব্লকে থাকবেন কোহিনুর মজুমদার, কালনা-১ ব্লকে সুদীপ রাহা এবং রানিগঞ্জে থাকবেন বিবেক গুপ্ত। এই অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের জনসংযোগ আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।