Thursday, November 13, 2025

ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮ বগি

Date:

বিগত কয়েক মাস ধরে একাধিক ট্রেন দুর্ঘটনায় (Train Accident) উদ্বেগ বেড়েছে যাত্রীদের মধ্যে। রেলের তরফে সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হলেও বদলালো না সেই চিত্রটা। বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ল আগরতলা-মুম্বই লোকমান্য তিলক এক্সপ্রেস ( Lokmanya Tilak Express)। ট্রেনের ইঞ্জিন সহ ৮টি বগি (Coaches) লাইনচ্যুত হয়ে যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার আগরতলা ছেড়ে লোকমান্য তিলক এক্সপ্রেস এগিয়ে যাচ্ছিল মুম্বইয়ের দিকে। ঠিক সেই সময় অসমের (Assam) লুমডিং ডিভিশনের ডিবালং স্টেশনের কাছে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত (Derailed) হয়ে যায়। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। এই দুর্ঘটনার জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে লুমডিং-বদরপুর লাইনে ট্রেন চলাচল।

লুমডিংয়ে ইতিমধ্যেই হেল্প লাইন (Help-line) নম্বর চালু করা হয়েছে। এই নম্বরগুলি হল- ০৩৬৭৪২৬৩১২০, ০৩৬৭৪২৬৩১২৬। সূত্রের খবর, পূর্ণাঙ্গ তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে রেলের তরফে। কিন্তু সাম্প্রতিক দিনে বারবার রেল দুর্ঘটনায় প্রশ্ন উঠছে কতটা নিরাপদ রেল যাত্রা? রেলমন্ত্রী নিজেই যেখানে জানিয়েছেন, দুর্ঘটনা বৃদ্ধির হার অন্তত তিনগুণ। যাত্রী-সুরক্ষা ও নিরাপত্তার দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বারবার। কিন্তু কাজের কাজ যে কিছুই হয়নি, তার প্রমাণ যেন উঠে আসলো আবার।

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version