হাওড়ায় জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত এক ট্র্যাফিক পুলিশ

উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, কর্তব্যরত ট্র্যাফিক হোমগার্ডকে (Traffic Homeguard) ধাক্কা মারল ট্রাক। গুরুতর আহত অবস্থায় ৪০ বছর বয়সী সোমনাথ রায় (Somnath Roy) নামে ওই ট্র্যাফিক পুলিশকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিন সকালে উলুবেড়িয়ার শ্রীরামপুর মোড়ে ছ’নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন সোমনাথ। এই সময় অত্যন্ত দ্রুত গতিতে একটি লরি এসে তাঁকে ধাক্কা মারে। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার আগেই সেটি কোলাঘাটের দিকে পালিয়ে যায় বলে খবর। এই ঘটনা প্রসঙ্গে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী বাঙ্গালিয়া বলেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত গাড়ি থেকে চিহ্নিত করে আটক করা হবে বলে তিনি আশাবাদী।