পলিগ্রাফে না! আগামী ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ-অভিজিৎ

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে দেরি করে এফআইআর করা ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিল সিবিআই। তার তদন্ত এখনও চলছে। শুক্রবার শিয়ালদহ আদালতে বিচারক অভিজিৎ মণ্ডলের এজলাসে আরজি কর(RG KAR) মামলার শুনানি ছিল। সিবিআই-এর তরফে আইনজীবী আদালতে জানান, “আমরা আরও কিছু ডিজিট্যাল তথ্য সংগ্রহ করতে চাই।” ধৃতদের আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতের আবদেন জানান সিবিআই-এর আইনজীবী।
আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তে সিবিআই এখন জোর দিতে চাইছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের উপরেই। পাশাপাশি টালা থানার(TALA POLICE STATION) ওসি অভিজিত্ মণ্ডলের উপরেও সমান গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই লক্ষ্যেই সন্দীপ ঘোষের নারকো টেস্ট করাতে চেয়েছিল সিবিআই। কিন্তু সে বিষয়ে রাজি নন খোদ সন্দীপ। সেই টেস্টের অনুমতি দিতে অস্বীকার করেছেন তিনি। এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। দিল্লির সিএফএসএলে সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী বেশকিছু অসংগতি পাওয়া গিয়েছে। ফলে আবার সন্দীপ ঘোষের নারকো অ্যানালিসিক টেস্ট করাতে চেয়েছিল সিবিআই। তাতে আরজি করের ঘটনায় কোনও বড় ষড়যন্ত্র থাকলে তা বেরিয়ে আসার কথা। তবে আপাতত তা হচ্ছে না।

অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীর এদিন প্রশ্ন করেন, “সিএফএসএল-এর রিপোর্ট পেয়ে যাওয়ার পর আবার কী রিপোর্ট করাবে? আমার মক্কেল যাওয়ার আগে অনেকেই ঘটনাস্থলে গিয়েছিল।” পাশাপাশি সন্দীপ ঘোষের(SANDEEP GHOSH) আইনজীবীর বক্তব্য, “আমার মক্কেলকে গ্রেফতারের কোনও কারণ আজও জানানো হয়নি।” দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন। আপাতত তাঁদের ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- উন্নত মানের অনুমোদিত স্বাস্থ্য পরিষেবায় দেশের সেরা বাংলা: NQAS-এর তথ্যে প্রকাশ