ডার্বিতে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ বিনো জর্জ , পাখির চোখ তিন পয়েন্ট

আগামিকাল শহরে বড় ম্যাচ। আগামিকাল আইএসএল-এর ডার্বি। যুবভারতি ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট-ইস্টবেঙ্গল এফসি। চলতি আইএসএল-এ একেবারেই ফর্মে নেই লাল-হলুদ । টানা চার ম্যাচে হেরে কার্যত কোনঠাসা ইস্টবেঙ্গল। যদিও ডার্বির আগে আত্মবিশ্বাসী অন্তবর্তীকালীন কোচ বিনো জর্জ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানালেন, দল ঘুরে দাঁড়াবে।

এদিন ডার্বির আগে সাংবাদিক সম্মেলনে বিনো বলেন, “ প্রতিটা ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দিয়েছি। কখনও সাফল্য পেয়েছি। কখনও পাইনি। আসলে জেতা-হারা খেলারই অঙ্গ। ডার্বি মানে শুধু সমর্থক নয়, দুই দলের কাছেও বাড়তি অনুপ্রেরণা। আমরা সামনে তাকাচ্ছি। ভাল ফলাফল করতে মরিয়া।“ এরপর বিনো আরও বলেন, “ আগের ম্যাচগুলোয় কী হয়েছে সত্যি মাথায় রাখতে চাই না। ডার্বির জন্য পুরোপুরি ফোকাস রয়েছে আমাদের। তিন পয়েন্টই পেতে হবে। আমরা জানি এই ম্যাচের গুরুত্ব কতটা।“

ডার্বি নিয়ে একই কথা শোনা গেল দলের ফুটবলার ক্রেসপোর মুখেও। তিনি বললেন, “আগের ম্যাচগুলোয় কী হয়েছে সত্যি মাথায় রাখতে চাই না। ডার্বির জন্য পুরোপুরি ফোকাস রয়েছে আমাদের। তিন পয়েন্টই পেতে হবে। আমরা জানি এই ম্যাচের গুরুত্ব কতটা।“

এদিকে ডার্বির দিন সকালেই চলে আসার কথা অস্কারেও। ডাগ আউটেও তাঁরই থাকার কথা।

আরও পড়ুন- কিউইদের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের