Thursday, August 21, 2025

ফের বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)। একটা নয়, দু-দুটো বিমানে। বৃহস্পতিবার ইন্ডিগো (Indigo) এবং ভিসতারার (Vistara Airlines) বিমানে বোমাতঙ্ক ছড়ায়। প্রথমটি জার্মানির (Germany) ফ্রাঙ্কফুর্ট থেকে আসা মুম্বইমুখী ভিস্তারা বিমানে বোমার আতঙ্ক ছড়ায়। ফ্রাঙ্কফুর্ট থেকে আসা বিমান মুম্বইয়ের কিছুটা দূরেই বোমাতঙ্ক ছড়ায়। তারপরেই মুম্বইয়ে তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। সকাল পৌনে আটটা নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) জরুরি অবতরণ করে বোয়িং ৭৮৭ বিমানটি। বিমানে ১৫০ জন যাত্রী ও কর্মী ছিলেন।
অন্যদিকে আবার আর একটি ইন্ডিগোর বিমান তুরস্ক (Turkiye) থেকে মুম্বই রওনা হয়। সেই বিমানেও বোমাতঙ্ক ছড়ায় ওই একই দিনে। যদিও সন্দেহজনক কিছু উদ্ধার হয়েছে কিনা, তা জানা যায়নি। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে বিমানে তল্লাশি করা হয়। সোমবার থেকে লাগাতার ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এবং এয়ার ইন্ডিয়ার ১২টিরও বেশি বিমানে (Flight) বোমাতঙ্ক ছড়ায়। এই ঘটনায় ইতিমধ্যেই ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁওয়ের এক কিশোরকে নিজেদের হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ। পাশাপাশি, এই আতঙ্ক ছড়ানোর জন্য সন্দেহজনক আরও কয়েক জনকে চিহ্নিত করা হয়েছে বলেও সূত্রের খবর।সম্প্রতি একাধিক দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে বোমার হুমকি দেওয়া হচ্ছে। এর আগে ১৪ অক্টোবর লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার বিমানকে বোমাতঙ্কের কারণে জরুরি অবতরণ করানো হয়েছিল। প্রায় একইসময়ে মুম্বই-মাসকট, মুম্বই-জেড্ডার ২টি ইন্ডিগোর বিমান বোমা-হুমকি পেয়েছিল।  বুধবারই বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী (Minister of Civil Aviation of India) রামমোহন নায়ডু (Kinjarapu Ram Mohan Naidu)। কিন্তু তার পরেও পর পর দুদিন একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল।







Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version