Thursday, August 21, 2025

‘মগজধোলাই’ নয়, সদগুরুর আশ্রম থেকে নিখোঁজ বহু, শীর্ষ আদালতে জানাল পুলিশ

Date:

Share post:

‘মগজধোলাই’ মামলায় ১৮ অক্টোবর সুপ্রিম কোর্টে হলফনামা দিল তামিলনাড়ু পুলিশ। সদগুরু (Sadhguru) জাগ্গি বাসুদেবের ইশা যোগ সেন্টার থেকে গত কয়েক বছরে বেশ কিছু ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এমনকি, এই ধর্মীয় আশ্রমে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনাও ঘটেছে। শুক্রবার তামিলনাড়ু পুলিশ এই মর্মে স্টেটাস রিপোর্ট জমা দিল শীর্ষ আদালতে। পাশাপাশি পুলিশ এও জানিয়েছে যে,মগজধোলাই মামলায় আশ্রমে ২ জনকে আটকে রাখার যে অভিযোগ উঠেছিল, সেবিষয়টি তদন্ত করে দেখা গেছে তাদের স্বাধীন ইচ্ছার জেরে তাঁরা আশ্রমে রয়েছেন।

সদগুরু জাগ্গি বাসুদেবের (Jaggi Vasudev) আশ্রমের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অবসরপ্রাপ্ত এক অধ্যাপক। অভিযোগকারীর দাবি, তাঁর দুই কন্যাকে ‘ওই আশ্রমে থেকে যাওয়ার জন্য মগজধোলাই করা হয়েছিল। এরপর কোয়েম্বাটুরে অবস্থিত সদগুরুর ওই আশ্রমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট (High court)। তবে হাই কোর্টের সেই নির্দেশের উপর ৩ অক্টোবর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of India) ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। পাশাপাশি তামিলনাড়ু পুলিশকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত (Supreme Court)। এদিন সেই হলফনামা পেশ করল তামিলনাড়ু পুলিশ (Tamil Nadu Police)। অভিযোগ সহ ২৩ পাতার রিপোর্টে পুলিশ জানিয়েছে, বেশ কিছু ব্যক্তি এখানে যোগশিক্ষায় এসেছেন এবং তার পর থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার পুলিশ সুপার কে কার্তিকেয়ন এই রিপোর্ট দাখিল করেছেন। সেখানে পুলিশ সর্বোচ্চ আদালতকে জানিয়েছে, গত ১৫ বছরে আশ্রম যে থানার অন্তর্গত সেই আলানদুরাই থানায় মোট ৬টি নিখোঁজ ডায়েরি হয়েছে। এই ৬টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগের ডায়েরি ক্লোজড করা হয়েছে, কারণ হিসেবে রয়েছে আর কোনও তদন্তের প্রয়োজন নেই বলে।

পুলিশ হলফনামায় ১ অক্টোবর পর্যন্ত ওই আশ্রমে (Aashram) ২১৭ জন ব্রহ্মচারী, ২৪৫৫ জন স্বেচ্ছাসেবক, ৮৯১ জন বেতনভুক কর্মচারী, ১৪৭ জন মাইনে করা কর্মী, ৩৪২ জন ইশা হোম স্কুল পড়ুয়া, ১৭৫ জন সংস্কৃতি পড়ুয়া, ৭০৪ জন বিদেশি অতিথি এবং ৯১২ জন দেশি অতিথি যোগ সেন্টারের কটেজগুলিতে রয়েছেন বলে জানিয়েছে।









 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...