Thursday, August 28, 2025

ফের সিজিওতে চিকিৎসক অপূর্ব, অভিজিতের পলিগ্রাফ ও সন্দীপের নার্কো টেস্ট চায় সিবিআই

Date:

আরজি কর-কাণ্ডের (R G Kar Medical College and Hospital Kolkata) তদন্তে চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে ফের এক বার তলব করেছে সিবিআই। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছন তিনি। অপূর্ব আরজি করের নির্যাতিতার দেহের ময়নাতদন্তকারী চিকিৎসক (Postmortem Doctor)। যদিও কী কারণে তাঁকে তলব করা হয়েছিল, তা স্পষ্ট নয়। সিবিআই দফতরে প্রবেশের সময়ে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অপূর্ব। এর আগে আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসক অপূর্বকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।

এর আগে ২৪ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে বার হয়ে তিনি দাবি করেছিলেন, মৃতার দেহের দ্রুত ময়নাতদন্ত করার জন্য বিভিন্ন ভাবে চাপ দেওয়া হয়েছিল। মৃতার কাকা পরিচয় দিয়ে এক ব্যক্তির তরফে এই চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তাঁকে নাকি ওই ‘কাকা’ হুমকি দিয়েছিলেন, “তাড়াতাড়ি ময়নাতদন্ত না-হলে রক্তগঙ্গা বইয়ে দেব।” ময়নাতদন্তকারী ডাক্তার অপূর্বের এই বয়ানে নতুন করে কৌতূহল তৈরি হয়। নির্যাতিতা তরুণীর সেই ‘কাকা’ আসলে কে, তা নিয়ে বিস্তর চর্চা হয় বিভিন্ন মহলে।

অন্যদিকে আরজি কর কাণ্ডে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষের (Sandip Ghosh) নার্কো অ্যানালিসিস (Narkotika Test) করাতে চায় সিবিআই। শুক্রবার শিয়ালদহ (Sealdah Civil and Criminal Court) আদালতে সিবিআইয়ের আইনজীবীরা সেই আবেদন করছে বলে সূত্রের খবর। পাশাপাশি, একই মামলায় গ্রেফতার হওয়া টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা করে এখনও কিছু ধোঁয়াশা থাকায় তাঁরও পলিগ্রাফ (Polygraph Test) পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার শিয়ালদহ আদালতে সেই আবেদনও জানানো হচ্ছে বলে সূত্র মারফত খবর। এখন দেখার বিষয়, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পলিগ্রাফ ও নার্কো টেস্টের সম্মতি দেবেন কি না! সে দিকেই এখন সব পক্ষের নজর রয়েছে।









 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version