শনিতেও বিমানের বোমাতঙ্ক! এক সপ্তাহে ৪০ টি হুমকিবার্তা

ফের বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)। বিমানে বোমাতঙ্ক কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাদ গেল না শনিবারও। টানা এক সপ্তাহ ধরে আন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে বোমার হুমকি দেওয়া হচ্ছে। এ দিনও বোমাতঙ্ক ছড়ায় জয়পুর থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে (Air India Express)। সকাল ৬টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল বিমানটির। কিন্তু বোমাতঙ্কের জেরে এক ঘণ্টারও বেশি দেরিতে ছাড়ে সেটি। পাশাপাশি হায়দ্রাবাদ (Bomb threat Hyderabad flights) থেকে দিল্লি এবং চণ্ডীগড় বিমানে বোমাতঙ্ক (Bomb threat)। মাঝ আকাশে বোমার হুমকি পাইলটের কানে পৌঁছয় শনিবার সকালে দুটি বিমানে বোমার রাখা রয়েছে বলে হুমকির ফোন আসে। তারপরই জরুরি ভিত্তিতে বিমান দুটি অবতরণ করা হয়।

গত রবিবার থেকে লাগাতার হুমকিবার্তা আসছে বিভিন্ন সংস্থার বিমানগুলিতে। তার জেরে কোনওটি বাতিল করতে হয়েছে। কোনও বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করিয়ে তল্লাশি চালানো হয়েছে। এই ঘটনায় ছত্তীসগঢ় থেকে এক কিশোরকে নিজেদের হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ। দিল্লি পুলিশও পর পর বিমানে বোমাতঙ্কের ঘটনার তদন্ত করছে। এ ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও ইতিমধ্যেই তদন্তে নেমেছে। বার বার বোমাতঙ্ক আর হুমকি ফোনের ঘটনায় উদ্বেগ বাড়ছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকেরও। যাত্রীদের মধ্যেও তার প্রভাব পড়ছে। হয়রানির শিকার হতে হচ্ছে। পরিষেবা ব্যাহত হচ্ছে। লাগাতার এই হুমকি ফোন এবং বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তদন্তকারী সংস্থাগুলিও।

সূত্রের খবর, নিত্যদিনের এই যাত্রী ভোগান্তি থেকে রেহাই পেতে বেশ কয়েকটি নতুন নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্র। তার মধ্যে অন্যতম হল স্কাই মার্শালের সংখ্যা বাড়ানো। উল্লেখ্য, বেশ কয়েকটি দেশীয় এবং আন্তর্জাতিক উড়ানে মোতায়েন থাকেন এনএসজি কমান্ডোরা। তবে ইউনিফর্ম নয়, সাধারণ পোশাক পরে যাত্রী হিসাবে তাঁরা বিমানে চলাফেরা করেন। বুধবার বৈঠকের পর সম্ভবত এই এয়ার মার্শালদের সংখ্যা আরও বাড়াতে নির্দেশ দিতে পারে কেন্দ্র। যে এক্স হ্যান্ডলগুলি থেকে এই হুমকিবার্তা পাঠানো হচ্ছে সেগুলি চিহ্নিত করতে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (১৪সি), ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন) একযোগে কাজ করছে।

আরও পড়ুন- ‘শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী’: বিশিষ্টজনেদের উপস্থিতিতে প্রকাশিত হল বাংলা আকাদেমিতে