পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মহিলাদের দুগ্ধ খামার (milk cooperative Sundarini) এবার প্রশংসিত আন্তর্জাতিক মঞ্চে। এর আগে দুধের ব্যবসায় স্বাবলম্বী মহিলাদের কাজ দেশের মধ্যে প্রশংসিত হয়েছিল। আর এবার, দুগ্ধ সমবায় সুন্দরিনী (সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন অ্যান্ড লাইভস্টক প্রডিউসারস ইউনিয়ন) এবং এনডিডিবি একসঙ্গে আন্তর্জাতিক ডেইরি ফেডারেশন আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। এক্স হ্যান্ডেলে সেই খবর জানিয়ে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন লেখেন, ‘সুন্দরবনের মহিলাদের সাফল্যের আরও এক কাহিনী তুলে ধরছি। ফ্রান্সের প্যারিসে গত ১৮ অক্টোবর উদ্ভাবনী এবং টেকসই চাষাবাদ অনুশীলনের জন্য অনুষ্ঠিত তৃতীয় IDF ডেইরি ইনোভেশন অ্যাওয়ার্ডে ‘সুন্দরিনী’কে পুরস্কার প্রদান করা হয়েছে। আমরা বিশ্বব্যাপী ১৫৩ প্রতিযোগীর মধ্যে বিজয়ী হয়েছি।’

বাংলার মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সুন্দরবনের তৈরি করা হয় জৈব ডেইরি কো-অপারেটিভ। এই সোসাইটির মহিলা সদস্যরা ঐতিহ্যগত কৃষি পদ্ধতির দিকে ঝুঁকে জৈব চাষের ওপর নির্ভরতা বাড়াতে চায়।ভেষজ বাগান, ভার্মিকম্পোস্ট, প্রাকৃতিক সার এবং গবাদি পশুদের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে এই বাড়িতে দুগ্ধ উৎপাদন প্রক্রিয়া চলে। জৈব ডেইরি কো-অপারেটিভ সুন্দরবন অঞ্চলের অসংখ্য নারীর আর্থিক ও সামাজিক জীবনকে উন্নত করতে সাহায্য করেছে। মুখ্যমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ‘সুন্দরিনী, আমাদের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের অধীনে একটি সমবায় দুধ ইউনিয়ন যা দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪৫০০ জন মহিলা কৃষককে নিয়ে গঠিত যেখানে দৈনিক ২০০০ লিটার দুধ এবং প্রতিদিন ২৫০ কেজি প্রক্রিয়াজাত দুধের পণ্য রয়েছে।২০২৩-২৪ সালে, দুধ ইউনিয়ন সুন্দরবনের গ্রামীণ মহিলাদের জন্য প্রায় ৪কোটি টাকা আয়ের ব্যবস্থা করেছে। ‘সুন্দরিনী’ দুধ ইউনিয়নের (Sundarini milk union ) মহিলা সদস্য এবং আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগ এবং উদ্ভাবনী মনোভাবকে আমি অভিনন্দন জানাই।’

Happy to share another success story involving our Sundarbans women!
Our milk cooperative Sundarini (Sundarban Cooperative Milk Union & Livestock Producers’ Union) and NDDB together have won a prestigious international award from the International Dairy Federation.
The award… pic.twitter.com/FvLD6B8nRA
— Mamata Banerjee (@MamataOfficial) October 19, 2024